ETV Bharat / state

Suvendu on Nitish Kumar: 'নীতীশ কুমার রাজনীতির সম্পদ নন, বোঝা', কড়া আক্রমণ শুভেন্দুর

author img

By

Published : Aug 11, 2022, 7:36 AM IST

Updated : Aug 11, 2022, 11:40 AM IST

"নীতিশ কুমার রাজনীতির সম্পদ নন, বোঝা ৷ বিহারে নিজের শক্তিতেই সরকার গড়বে বিজেপি ৷" বুধবার একথা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Nitish Kumar) ৷

Suvendu on Nitish Kumar
নীতিশ কুমার রাজনীতির সম্পদ নয়, তিনি একটি দায়: শুভেন্দু

কলকাতা, 11 অগস্ট: নীতীশ কুমার রাজনীতির সম্পদ নয়, তিনি একটি দায় ৷ বিহারে নিজের শক্তিতেই সরকার গড়বে বিজেপি ৷ বুধবার একটি সংবাদ সংস্থাকে এমনই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Nitish Kumar) ৷

অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার ৷ বিজেপির সঙ্গে জোট ভাঙার পর ফের লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস-সহ সাতটি দলের মহাগঠবন্ধনের অংশ হয়ে আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন জেডি(ইউ) সুপ্রিমো ৷ নীতীশের সঙ্গে প্রত্যাশামতোই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন লালু প্রসাদ যাদবের ছোটছেলে তেজস্বী যাদব । (Nitish Kumar took oath as Bihar CM) ৷ আর নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই বিহারের রাজনীতি তথা নীতীশ কুমারকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু ৷ এদিন একটি সংবাদ সংস্থাকে তিনি বললেন, "বিহারে যা হয়েছে তাতে লাভবান হয়েছে বিজেপি । বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তিই নীতীশ কুমারকে 2020 সালে বিহারে সরকার গঠন করতে সাহায্য করেছিল ৷ নীতীশ কুমার রাজনীতির সম্পদ নয়, তিনি একটি বোঝা ৷ বিহারে নিজের শক্তিতেই সরকার গড়বে বিজেপি ৷"

আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি মামলায় একতরফাভাবে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, দাবি ফিরহাদ-ব্রাত্যদের

অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ও এসএসসি-তে আর্থিক দুর্নীতি নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার তিনি জানান, আদালতের নির্দেশে সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইডির তদন্তের কথা শুনে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা ভয় পেয়েছেন । 2016 সাল থেকে 2021 পর্যন্ত শুধু 11 জন নেতা-মন্ত্রী নয়, স্থানীয় পঞ্চায়েত স্তরের নেতা-কর্মীদের সম্পত্তিও বেড়েছে । আয়করের সঙ্গে আসল সম্পত্তির কোনও মিল নেই ।

তিনি আরও জানান, এই এসএসসি দুর্নীতি কাণ্ডে দালাল চক্র রয়েছে । মুখ্যমন্ত্রী আর ভাইপোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত । মমতা শুধু তাঁর ভাইপোকে বাঁচাতে চান । এর জন্য তিনি দলের যে কাউকে বলি দিতে পারেন । পার্থ চট্টোপাধ্যায় তাঁর আত্মসহায়ক এবং আরও অনেকেই নানা রকম অনিয়ম তথা এসএসসি দুর্নীতিতে যুক্ত । প্রায় 3000 কোটি টাকার দুর্নীতি হয়েছে । বিপুল অঙ্কের অর্থের লেনদেনের বিনিময় চাকরি বিক্রি হয়েছে ।

Last Updated :Aug 11, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.