ETV Bharat / state

Ram Navami Violence: রামনবমীর হিংসার তদন্ত নিয়ে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনআইএ-র

author img

By

Published : Jul 26, 2023, 2:38 PM IST

NIA on Ram Navami Violence Investigation: রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ সুপ্রিম কোর্টেও গিয়েই রাজ্য সরকার এই তদন্তে আটকাতে পারেনি ৷ এনআইএ-র অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনও নথি দিচ্ছে না ৷ তাই বুধবার তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে হাইকোর্টের কাছে ৷

Calcutta HC
Calcutta HC

কলকাতা, 26 জুলাই: রামনবমীর হিংসার তদন্ত নিয়ে ফের আদালতের দ্বারস্থ হল এনআইএ ৷ তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে ৷ তাদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই ঘটনা সংক্রান্ত কোনও নথিই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ তাদের দেয়নি ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই অভিযোগ বুধবার জানানো হয়েছে এনআইএ-র তরফে ৷ আগামিকাল, বৃহস্পতিবার এই নিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, চলতি বছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে একাধিক জায়গায় গোলমাল ছড়ায় বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি ৷ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ সেই মামলায় গত 27 এপ্রিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ দু’সপ্তাহের মধ্যে সমস্ত থানাকে যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ এনআইএ-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

আরও পড়ুন: রামনবমীর হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্ত বহাল শীর্ষ আদালতের

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে গত 3 মে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে । প্রথমে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ চাওয়া হয় এনআইএ-র তরফে ৷ কিন্তু সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় ৷ সম্প্রতি এই নিয়ে রায় দিয়েছে শীর্ষ আদালত৷ খারিজ করে দিয়েছে রাজ্য সরকারের তরফে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন ৷ সুপ্রিম কোর্টও রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের উপরই সায় দেয় ৷

এর পরই এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল এনআইএ ৷ তবে এই প্রথম নয়, এর আগে গত জুন মাসে রামনবমীতে হিংসা সংক্রান্ত মামলার নথি হস্তান্তর না করায় রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল এনআইএ । সেই সময় হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশে বলেন, "রায় চ্যালেঞ্জ করার মানে আগের নির্দেশ কার্যকর না করা নয় । রাজ্য বাধ্য ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর করতে । তাই আগে নথি হস্তান্তরের ব্যবস্থা করতে হবে । পরে সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তখন আলাদা হবে । স্থগিতাদেশ পেয়ে যাব, এই ধারণা করে রাজ্য নথি চেপে বসে থাকতে পারে না ৷"

আরও পড়ুন: রামনবমীর হিংসায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

এইনআইএ-র অভিযোগ, তার পরও রাজ্য সরকার তাদের এই নিয়ে কোনও নথি দেয়নি ৷ এমনকী, সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরও অসহযোগিতা করছে ৷ এখন দেখার রাজ্যের তরফে আদালতে এই অভিযোগের পালটা কী যুক্তি দেখানো হয় ! আর সব শোনার পর আদালত কী নির্দেশ দেয় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.