ETV Bharat / state

Ram Navami Violence: রামনবমীর হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্ত বহাল শীর্ষ আদালতের

author img

By

Published : Jul 24, 2023, 4:14 PM IST

Updated : Jul 24, 2023, 4:52 PM IST

SC dismisses WB Govt's plea on Ram Navami Violence Probe: রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ সরকার ৷ কিন্তু সোমবার রাজ্যের আবেদন শুনতেই রাজি হল না সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
Supreme Court

নয়াদিল্লি, 24 জুলাই: রামনবমীর হিংসা ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত স্থগিত করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সোমবার রাজ্য়ের সেই আবেদন শুনতেই রাজি হল না দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ ৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে তারা এই নিয়ে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি গ্রহণ করতে আগ্রহী নয় ৷

চলতি বছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয় হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ৷ এই নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, এই গোলমালের নেপথ্যে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ সেই কারণে এনআইএ তদন্তের দাবি তোলা হয় বিজেপির পক্ষ থেকে ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সেই মামলায় রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ গত 27 এপ্রিল কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয় ৷ সেই নির্দেশে আদালত জানায়, পশ্চিমবঙ্গ পুলিশকে এই ঘটনা সংক্রান্ত সমস্ত এফআইআর, নথি, বাজেয়াপ্ত হওয়া সামগ্রী এবং সিসিটিভি ফুটেজ এনআইএ-র তদন্তকারীদের হাতে তুলে দিতে হবে ৷ এই হস্তান্তরের জন্য দুই সপ্তাহের সময়সীমাও বেঁধে দেয় আদালত ৷

কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সেখানে রাজ্যের তরফে দাবি করা হয়, রামনবমীর হিংসায় কোনও ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়নি ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও শীর্ষ আদালতে রাজ্যের তরফে দাবি করা হয় ৷

আরও পড়ুন: রামনবমীর হিংসায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

কিন্তু সেই যুক্তির কোনও কিছু শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট ৷ ফলে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায় ৷ এনআইএ এবার তদন্ত করবে রামনবমীর হিংসা সংক্রান্ত ঘটনার ৷

Last Updated : Jul 24, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.