ETV Bharat / state

মহেশতলায় স্যানিটাইজ়ার কারখানায় বিধ্বংসী আগুন, পরিস্থিতি দেখতে গেলেন সুজিত বসু

author img

By

Published : Jul 20, 2021, 1:17 PM IST

Updated : Jul 20, 2021, 4:09 PM IST

mahastala
mahastala

আগুন লেগে স্যানিটাইজ়ার কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ হয় ৷ তারপর আগুন ছড়িয়ে পড়ে ৷

কলকাতা, 20 জুলাই : মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের আশুতি পালান ইন্ডাস্ট্রিতে লাগল বিধ্বংসী আগুন । স্যানিটাইজার কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ হয় ৷ এর ফলে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে দমকলের 12টি ইঞ্জিন ৷ উপস্থিত রয়েছেন মন্ত্রী সুজিত বসু ৷ শোনা গিয়েছে, ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন ৷ তবে গুরুতর কিছু নয় ৷

ওই স্যানিটাইজ়ার তৈরির কারখানার পাশে থাকা একটি নারকেল তেলের কারখানায় আগুন লেগে একাংশ পুড়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, মহেশতলার 23 নম্বর ওয়ার্ডের ডাকঘর এলাকায় সকাল 11টা নাগাদ আগুন লাগে ৷ নারকেল তেল থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে ৷ ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷

আরও পড়ুন : ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের চেয়ে 10 গুন বেশি, দাবি সমীক্ষায়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ ৷ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে দমকলের 12টি ইঞ্জিন ৷ তবে কারখানার ভেতরে ঢুকতে পারেনি দমকল বাহিনী ৷ বাইরে থেকে আগুন নেভানোর কাজ চলছে ৷ দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ৷ আগুন লাগার খবর পেয়ে মহেশতলা পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ ঘটনাস্থলে রয়েছেন তিনি ৷

Last Updated :Jul 20, 2021, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.