ETV Bharat / state

Mamata Visits Raj Bhavan: হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী, কারণ নিয়ে জল্পনা

author img

By

Published : Jul 25, 2023, 4:53 PM IST

Updated : Jul 25, 2023, 5:11 PM IST

Mamata Banerjee Visits Raj Bhavan: নবান্ন থেকে হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা ৷

Mamata Visits Raj Bhavan
Mamata Visits Raj Bhavan

কলকাতা, 25 জুলাই: হঠাৎ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম রাজভবনে গেলেন তিনি । মঙ্গলবার তাঁর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সরাসরি সাক্ষাৎ হতে চলেছে । কিন্ত, আজ বিকেলে আচমকাই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতে সাক্ষাৎ ? সূত্রের দাবি, রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু নিয়ে যে রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু হয়েছিল, তাতেই ছেদ পড়তে চলেছে মমতার এই রাজভবন যাত্রায় । কারণ, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গত 21 জুলাই রাজ্যপালকে ফোন করে অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা করেছিলেন । দু পক্ষের আলোচনার পর রাজ্যপাল বিধানসভার বাদল অধিবেশন শুরুর অনুমতি দেন । তারই ভিত্তিতে গতকাল 24 জুলাই থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে ।

আলোচনা হতে পারে নতুন বিল নিয়ে: সূত্রের আরও দাবি, শুধু বিধানসভার বাদল অধিবেশন শুরু নিয়ে সংঘাত মেটাতেই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে গিয়েছেন এমনটা নয় ৷ এ বারের বাদল অধিবেশনে নানা বিষয়ের উপরে পাঁচ থেকে ছটি বিল আনতে চলেছে রাজ্য সরকার । সে বিষয়েও বিস্তারিত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে পারেন । একাধিক বিল নিয়ে আলোচনা-সহ রাজ্যপাল সেই বিষয়ে কী বলছেন, তাঁর মত কী, সেই বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ।

আরও পড়ুন: অধিবেশন শুরুর অনুমতি মিলতেই বিরোধীদের হাজির থাকার অনুরোধ স্পিকারের

মন্ত্রিসভার রদবদল নিয়েও হতে পারে আলোচনা: একইসঙ্গে, রাজ্যের মন্ত্রিসভায় একাধিক রদবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রের দাবি । ফলে সেই রদবদল করতে গেলেও রাজ্যপালের সঙ্গে আলোচনারও প্রয়োজন রয়েছে । সে বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে ।

আলোচনায় আসবে হিংসা প্রসঙ্গ ? পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটে চলেছে, সে বিষয়টিও রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সামনে উত্থাপিত করতে পারেন ৷ পঞ্চায়েত হিংসা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷ তিনি নিজে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন ৷ কাজেই এ দিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে আসে কি না, তা নিয়েও চলছে জল্পনা ৷

Last Updated : Jul 25, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.