ETV Bharat / state

Mamata Banerjee: 'গোলি মারো বললেই গ্রেফতার, পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন'; বললেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 5:20 PM IST

Mamata Banerjee on Goli Maro slogan: গোলি মারো স্লোগান যারা তুলবে তাদের গ্রেফতার করা হবে ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আজ জানান, পুজোর পরেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 28 অগস্ট: 'গোলি মারো' স্লোগান দিয়েছে যারা তাদের সবাইকে গ্রেফতার করতে হবে ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দাঁড়িয়ে পুলিশকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছাত্রভোট নিয়ে কথা বলার সময় 'গোলি মারো' স্লোগান নিয়ে মুখ খোলেন তিনি ।

তাঁর কথায়, "গোলি মারার অধিকার কারও নেই । ওরা ভেবেছে এটা দিল্লি, এটা উত্তরপ্রদেশ । তোরা যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা, আমার স্বপ্নের স্বপন হারিয়ে গিয়েছে, আমার দুঃখের সীমা নেই । তা সত্ত্বেও বলব বিচার চাও । তবে বিচার চাওয়ার পদ্ধতি এটা নয় ৷ গোলি মারো...দেখি কত বড় সাহস মারো গোলি এখানে, তারপর আমি দেখছি ।"

উল্লেখ্য, যাদবপুরের ছাত্রমৃত্যু ও ব়্যাগিং-এর বিরুদ্ধে এবিভিপি-র মিছিল থেকে উঠেছিল 'গোলি মারো শালো কো' স্লোগান ৷ এ প্রসঙ্গে বলার সময় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে তাও জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন,

"পুজো মিটে যাক, তারপর আমি ছাত্র ভোট করিয়ে দেব । একটা বিল পাশ করতে হবে । একটা বিল করা আছে সেন্ট জেভিয়ার্সের কায়দায় । ওটা রাজনৈতিক বিল না । আমরা ছাত্র রাজনীতি করার সময় সিপিএম আমায় বোমা বন্দুক নিয়ে তাড়া করেছিল । তবে আমায় কথা দিতে হবে শান্তিপূর্ণ ভাবে ভোট হবে । তাহলেই জেলায় জেলায় ভোট করব । তবে তোমরা অশান্তি করো না আমি জানি ৷ গোলি মারো যারা বলে, তারাই অশান্তি তৈরি করে ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বর্তমানে বহিরাগত পড়ুয়ার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ে তোলপাড় চলছে নানা মহলে । কেন বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা প্রবেশ করবে, সেই প্রশ্নই বারবার তোলা হচ্ছে । এ বার ছাত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেই বহিরাগত প্রসঙ্গই তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "যে পড়ুয়ারা যেখানে পড়েন একমাত্র তাঁরাই এসে সেই কলেজ করবে । বাইরের আউটসাইডাররা এসে যেন গুন্ডামি না করে ।"

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও আসে যাদবপুর প্রসঙ্গ ৷ তিনি বলেন, "আজ নতুন অঙ্গীকার ব়্যাগিং মুক্ত ক্যাম্পাস ৷ অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চালু হয়েছে ৷ সেটা সারা বাংলার জন্য প্রযোজ্য ৷ কোথাও কোনওরকম ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানাবেন ৷"

এ প্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে অভিষেক আরও বলেন, "যারা কথায় কথায় হাইকোর্টে যায়, বলে সিসিটিভি লাগাতে হবে বুথের মধ্যে, কেউ জেলে গেলে বলে কাস্টডিতে কী হচ্ছে সিসিটিভি লাগাতে হবে ৷ তারা বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না ৷ আসলে এটা এদের বংশগত পরম্পরা ৷ এদের দাদুরা ছিল কম্পিউটারের বিরুদ্ধে ৷ বাবারা ছিল ইংরেজির বিরুদ্ধে ৷ ছেলেরা হয়েছে সিসিটিভির বিরুদ্ধে ৷ আমরা সিসিটিভি লাগাবই ৷ কোনও পড়ুয়ার প্রাণ আগামী দিনে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কথা দিয়েছেন ৷ আর লড়াইটা মাঠে ময়দানে করতে হয় ৷ আমরা সেটা বুঝে নেব ৷"

আরও পড়ুন: শব্দবাজি নয়, সবুজ বাজি বানান; আয় কম হলেও জীবন বাঁচবে: মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.