ETV Bharat / state

Mamata to sit for Dharna: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Mar 21, 2023, 1:57 PM IST

Updated : Mar 21, 2023, 5:47 PM IST

মঙ্গলবার পুরীর উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাওয়ার আগে বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি ৷ জানালেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি দু’দিন ধরনায় বসতে চলেছেন (Mamata to sit for Dharna against Modi Govt) ৷

Modi-Mamata
Modi-Mamata

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 21 মার্চ: কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই নিয়ে এবার ধরনা দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee to sit for dharna) ৷ মঙ্গলবার পুরী যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সেই ঘোষণাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, আগামী 29 মার্চ তিনি ধরনায় বসবেন৷ ওই বেলা 12টার সময় তিনি ধরনা শুরু করবেন ৷ ধরনা চলবে 30 তারিখ সন্ধ্যা পর্যন্ত ৷ টানা দু’দিন তিনি আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা দেবেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ৷

কেন ধরনা দেবেন, সেই ব্যাখ্যাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, এবারের বাজেটেও কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে বাংলার জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি ৷ বাংলা একমাত্র রাজ্য যাদের কিছুই দেওয়া হয়নি ৷ আবাস যোজনার জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ আগের বকেয়া অর্থও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না ৷

তিনি আরও জানান, আবাস যোজনায় 55 লক্ষ বাড়ি তৈরির টাকা পড়ে রয়েছে ৷ একই সঙ্গে সড়ক নির্মাণের অর্থও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন ৷ নতুন রাস্তা নির্মাণ রাজ্য নিজের অর্থে করছে বলেও তিনি জানিয়েছেন ৷ এই নিয়ে তাঁর আরও বক্তব্য যে বিষয়টি নিয়ে তিনি একাধিকবার কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন ৷ কিন্তু তার পরও কোনও সুরাহা হয়নি ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেছেন ৷ ছ‘মাস আগে অমিত শাহ (Union Home Minister Amit Shah) কলকাতায় বৈঠক করতে এসেছিলেন ৷ অমিত শাহের কাছেও তিনি এই বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ বারবার এই নিয়ে চিঠি লেখা হয়েছে ৷ তার পরও ইচ্ছাকৃত বঞ্চনা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ৷

মুখ্যমন্ত্রী এই নিয়ে বঙ্গ বিজেপির (BJP) বিরুদ্ধেও সরব হয়েছে ৷ তাঁর অভিযোগ, বিজেপির কথায় বারবার এই রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে ৷ বিজেপির কথা সিবিআই ও ইডি পাঠানো হচ্ছে ৷ মনে হচ্ছে যেন বিজেপির নেতারাই সিবিআই বা ইডির প্রধান হয়ে গিয়েছেন ৷ এভাবেই দেশ চলছে ৷ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এভাবে দেশ চলতে পারে না ৷

এর পরই মুখ্যমন্ত্রী ধরনার ঘোষণা করেন ৷ তিনি বলেন, ‘‘বাংলাকে বঞ্চনা, লাঞ্ছনা করার কেন্দ্রীয় সরকারের যে পক্ষপাতমূলক আচরণ, তার বিরুদ্ধে 29 তারিখ (মার্চ) বেলা 12টায় আমি ধরনায় বসব ৷ একজন মুখ্যমন্ত্রী হিসেবে বসব ৷ আম্বেদকর মূর্তির সামনেই বসব ৷ আমি 29-30 পর্যন্ত এটা চালিয়ে যাব ৷ 30 তারিখ সন্ধ্যায় শেষ করব ৷’’

তিনি জানান, এই কর্মসূচি এখানেই শেষ হয়ে যাবে না ৷ আবার এই ধরনের কর্মসূচি নেওয়া হবে ৷ ব্লক ও জেলাস্তরে এই কর্মসূচি নেওয়া হবে ৷

আরও পড়ুন: আজ ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী, কী কী রয়েছে সফরসূচিতে ?

Last Updated :Mar 21, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.