ETV Bharat / state

Modi-Mamata Meeting: জি20-র প্রস্তুতি নিয়ে শুক্রে ফের বৈঠকে মোদি-মমতা

author img

By

Published : Dec 7, 2022, 6:37 PM IST

Updated : Dec 7, 2022, 7:31 PM IST

Mamata Banerjee to meet PM Modi again on Friday regarding preparation of G20 Summit
জি20-র প্রস্তুতি নিয়ে শুক্রে ফের বৈঠকে মোদি-মমতা

শুক্রবার জি20-র (G20 Summit) প্রস্তুতি নিয়ে ফের প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদির (Modi-Mamata Meeting) সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

কলকাতা, 7 ডিসেম্বর: জি20 (G20 Summit) শীর্ষ সম্মেলনের (Modi-Mamata Meeting) প্রস্তুতির জন্য শুক্রবার আবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে মুখোমুখি নয়, ওই দিন বিকেল পাঁচটায় এই বৈঠক হওয়ার কথা ভার্চুয়াল মাধ্যমে । এখনও পর্যন্ত যতটুকু খবর মিলেছে তাতে কালীঘাট মিলন সংঘ থেকে এই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী । একইসঙ্গে, পশ্চিমবঙ্গে আয়োজিত সম্মেলনগুলি সফল করতে সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

প্রসঙ্গত, দিল্লি ছাড়ার আগে দেশের স্বার্থের কথা ভেবে জি20-র প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রতিশ্রুতি পালনে রাজ্যে ফিরেই কালীঘাট থেকে এই বৈঠক করবেন তিনি । নবান্ন থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের সচিবদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ।

এখনও পর্যন্ত যা খবর, আগামী বছর এই শীর্ষ সম্মেলনের বৈঠক কলকাতা, শিলিগুড়ি-সহ বঙ্গের মোট চারটি জায়গায় অনুষ্ঠিত হবে । আজ সেই সুযোগেই রাজ্যের পর্যটন শিল্প-বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে শোকেস করবে রাজ্য প্রশাসন । বিশেষ করে উত্তরবঙ্গের বৈঠকের সময় সেখানকার পর্যটনকেই বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে বলে খবর । এ দিকে, দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় এই বৈঠক হওয়ার কথা । সেটাও কীভাবে সফলভাবে আয়োজন করা যায়, তা নিয়ে ভাবছে রাজ্য সরকার ।

আরও পড়ুন: এবার আর মোদি-মমতা বৈঠক নয়, কী বলছে বিজেপি ?

প্রসঙ্গত, শুক্রবারের বৈঠকে মুখ্যসচিবের উপস্থিতিতে কীভাবে রাজ্যের সংস্কৃতি, রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস, উৎসবকে শোকেস করা হবে, তাই নিয়ে আলোচনা হতে পারে । সবমিলিয়ে জি20-র প্রস্তুতি সামলাতে শুক্রবারের এই জরুরি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated :Dec 7, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.