ETV Bharat / state

Mamata Banerjee: এবার আর মোদি-মমতা বৈঠক নয়, কী বলছে বিজেপি ?

author img

By

Published : Dec 5, 2022, 10:22 PM IST

Mamata Banerjee will not meet Narendra Modi separately during her current Delhi Visit
Mamata Banerjee: এবার আর মোদি-মমতা বৈঠক নয়, কী বলছে বিজেপি ?

এবারের দিল্লি সফরে (Delhi Visit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলাদা বৈঠক করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এবার তা নিয়েও শুরু বিতর্ক ! কী বলছে বিজেপি ? তৃণমূলেরই বা বক্তব্য কী ?

কলকাতা, 5 ডিসেম্বর: আবারও দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ইদানিং বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের (Delhi Visit) কথা উঠলেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিরোধী দলগুলি বারবার 'সেটিং তত্ত্ব' সামনে আনে ৷ তাদের অভিযোগ, একের পর এক দুর্নীতির হাত থেকে রেহাই পেতেই নাকি দফায়-দফায় দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ! নিন্দুকেরা তো এমনও বলেন যে সিবিআই, ইডির হাত ঝামেলা থেকে বাঁচতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করছেন মমতা ! কিন্তু, এবারের দিল্লি সফরে মোদি-মমতা আলাদা বৈঠক হওয়ার কোনও সম্ভাবনাই নাকি নেই ৷ দিল্লি যাওয়ার আগে সোমবার দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মমতা নিজে একথা বলেছেন ৷ কিন্তু তারপরও বিতর্ক থামছে না ৷

বিজেপি নেতা রাহুল সিনহা যেমন এই প্রসঙ্গে বললেন, প্রধানমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন না, সেটা তো তিনিই সবথেকে ভালো বলতে পারবেন ! রাজনীতি নিয়ে যাঁরা কাটাছেঁড়া করেন, তাঁদের একাংশের বিশ্লেষণ, মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ কিন্তু প্রধানমন্ত্রীই তাঁকে সময় দেননি ! তবে, এই বিশ্লেষণ একেবারেই অনুমান নির্ভর ৷ তবু চর্চা যখন শুরু হয়েছে, তখন তৃণমূল কংগ্রেসের এ নিয়ে কী বক্তব্য, সেটাও তো জানা দরকার ৷ দলের সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, বিজেপির বক্তব্যে কিছু যায় আসে না ৷ ব্যক্তিগত স্বার্থে কখনই দিল্লি যান না মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের প্রয়োজনে, রাজ্যের মানুষের স্বার্থে মাঝেমধ্যে দিল্লিতে দরবার করতে হয় মুখ্যমন্ত্রীদের ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রয়োজনীয়তা রয়েছে। এঁরা (বিজেপি-সহ বিরোধী পক্ষ) যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন না বলেই এই ধরনের মন্তব্য করেন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্য আলাদা নিয়ম কেন ? প্রশ্ন মমতার

প্রসঙ্গত, জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনের 'প্রেসিডেন্সি' পাচ্ছে ভারত ৷ সেই সংক্রান্ত সম্মেলনে উপস্থিত থাকতেই সোমবার মমতার এই দিল্লি যাত্রা ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এর আগে বহুবার কেন্দ্রের একাধিক বৈঠক এড়িয়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এমনকী তিনি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেননি, এমন ঘটনাও ঘটেছে ৷ সেখানে জি20 সম্মেলনে মমতা যোগ দিতে যাওয়ায় বিরোধীদের অনেকেই ফের একবার সেটিং তত্ত্ব নিয়ে কথা বলার জন্য তৈরি হচ্ছিলেন ৷ কিন্তু, তার আগেই মমতা জানিয়ে দিয়েছেন, এবারের সফরে অন্তত মোদির সঙ্গে আলাদা কোনও বৈঠক তাঁর হচ্ছে না ৷ বরং তিনি জানিয়েছেন, জি20 সম্মেলনে যোগ দেওয়ার পর গোটা একটা দিন তাঁর হাতে কোনও 'কাজ নেই' ৷ সেই ফাঁকে তিনি আজমের শরিফ এবং পুষ্কর ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ! এবং এর সঙ্গে যে ধর্ম বা রাজনীতির কোনও যোগ নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.