ETV Bharat / state

Mamata Banerjee: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে দেশনায়কদের স্মরণ মমতার

author img

By

Published : Aug 9, 2023, 12:59 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপধ্যায়

Mamata Tweets on Quit India movement anniversary: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে দেশনায়কদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ৷

কলকাতা, 9 অগস্ট: বুধবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি । এই 9 অগস্ট থেকেই ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধি । গোটা দেশে এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামী ও দেশনায়কদের স্মরণ করা হয় । একইভাবে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারের মাধ্যমে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করলেন । পাশাপাশি দিনটি বিশ্ব আদিবাসী দিবস । সেই উপলক্ষে সম্প্রীতি এবং মানবতার আদর্শকে অনুসরণের কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার সোশাল সাইট টুইটারে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি লিখেছেন, "আজ ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে আমি তাঁদের নতমস্তক চিত্তে শ্রদ্ধাজ্ঞাপন করছি, যাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য । আমরা সবসময় তাঁদের সম্প্রীতি ও মানবতার মহান আদর্শকে অনুসরণ করব এবং ভবিষ্যতে একটি সুস্থ, সুন্দর, প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ, সহনশীল, শক্তিশালী ভারত গড়ে তুলতে নিজেদের নিয়োজিত করব । ভারতের ভাবনা যেন মরে না যায় । জয় হিন্দ, জয় ভারত ।"

  • Today, on the anniversary of ‘Bharat Chhodo Andolan’, I pay my homage to everyone who had given everything for the freedom of this great country.

    We must always uphold their great ideals of harmony and humanity to ensure a healthy, beautiful, promising, united, tolerant,…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আন্তর্জাতিক আদিবাসী দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

প্রসঙ্গত, একইভাবে এ দিন বিশ্ব আদিবাসী দিবস নিয়েও টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই টুইটে আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষার কথা শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে । ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ও বিশ্ব আদিবাসী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী অধ্যুষিত জেলা ঝাড়গ্রামে রয়েছেন ।

  • The cultural tapestry of Bengal is woven with threads from diverse indigenous communities.

    On this International Day of the World’s Indigenous Peoples, let's celebrate their vibrant traditions, art, and heritage that enrich our state's identity. Let's pledge to walk alongside…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আজ ঝাড়গ্রামে তাঁর একটি সরকারি অনুষ্ঠানে যোগদানের কথাও রয়েছে । সেই অনুষ্ঠানে যোগদানের আগে সোশাল সাইট টুইটার মারফত রাজ্যবাসীকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানালেন মমতা । একইসঙ্গে তিনি, ভারত ছাড়ো আন্দোলন'র সঙ্গে জড়িত মানুষদের এবং স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.