ETV Bharat / state

Left-Cong-ISF Rally: ভোটে হিংসা ও গণহত্যার অভিযোগে রাজপথে প্রতিবাদ সেলিম-নওশাদদের

author img

By

Published : Jul 13, 2023, 8:15 PM IST

Updated : Jul 13, 2023, 8:50 PM IST

গত 8 জুলাই পঞ্চায়েত ভোটের দিন ও গত 11 জুলাই গণনা শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটার অভিযোগ উঠেছে ৷ ভোটের হিংসার বলিও হয়েছেন অনেকে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করল বাম, কংগ্রেস ও আইএসএফ ৷

Left-Cong-ISF Rally
Left-Cong-ISF Rally

রাজপথে প্রতিবাদ সেলিম-নওশাদদের

কলকাতা, 13 জুলাই: রাজ্যজুড়ে ভোট লুট, সন্ত্রাস, গণনায় ব্যাপক কারচুপি ও ভাঙড়ে গণহত্যার অভিযোগের প্রতিবাদে কলকাতায় বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফের ডাকে মিছিল হল কলকাতায় । বৃহস্পতিবার বিকেল 4টেয় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে শুরু হওয়া সেই মিছিলে পা মেলালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা । ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছিলেন । উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব ।

Left-Cong-ISF Rally
বাম-কংগ্রেস-আইএসএফের মিছিল

এই মিছিল থেকে শান্তির বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী, মহম্মদ সেলিমরা । তাঁদের অভিযোগ, শাসকের মদতেই ভাঙড়-সহ বিভিন্ন জায়গায় হিংসা ও তাণ্ডব চলছে । আর চাপিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের ঘাড়ে । অবিলম্বে ভাঙড় গণহত্যা, বোমাবাজি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে তাণ্ডব চলেছে দুষ্কৃতীরাজ চলেছে, তার দ্রুত তদন্ত করে সর্বোচ্চস্তরের শাস্তি প্রয়োজন ।

সিপিএমের মহম্মদ সেলিমের অভিযোগ, "গণনা কেন্দ্রেও সন্ত্রাস চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলবল । ব্যাপক সন্ত্রাস, দুষ্কৃতী তাণ্ডব, খুন-জখম, গোটা নির্বাচন পর্বে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে । দেদার ভোট লুটে তৃণমূল জিতেছে বেশিরভাগ আসনে । তৃণমূল জিতেছে সন্ত্রাস করে । গণনা কেন্দ্রে ‘জয়’ চুরি করে । পঞ্চায়েত ভোটে সরকার ও শাসক দলের হাতে গণতন্ত্র আক্রান্ত হওয়ার প্রতিটি পর্বে প্রতিরোধ করে লড়াই চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা ।"

Left-Cong-ISF Rally
বাম-কংগ্রেস-আইএসএফের মিছিল

আরও পড়ুন: ভাঙড়ের চালতাবেড়িয়ায় আবার বোমা বিস্ফোরণ, জখম তিন

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, "বহু কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীরা গণনায় জয়ী হলেও তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়নি । গণনার দিন রাজ্যের প্রায় প্রতিটি গণনাকেন্দ্রে পরিকল্পিত সন্ত্রাস ও নজিরবিহীন কারচুপি হয়েছে । প্রতিটি ক্ষেত্রেই পুলিশ ও বিডিও-রা এই কারচুপিতে মদত জুগিয়েছে । খুব কম সময়ের ডাকে ভোট লুট, সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ ও ধিক্কার মিছিলে হাজার হাজার মানুষ সামিল হয়েছে । অবিলম্বে ভাঙড়-সহ গোটা রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হোক । তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বোমা বাড়ছে, বোমা মারছে গুলি চালাচ্ছে । আর দোষ দিচ্ছে আইএসএফ-কে। এই ঘটনার পরিবর্তন ঘটুক ।"

Last Updated :Jul 13, 2023, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.