ETV Bharat / state

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টসকে তলব লালবাজারের, ডাক রেজিস্ট্রারকেও

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:51 PM IST

Updated : Aug 25, 2023, 2:25 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে ডেকে পাঠাল লালবাজার ৷ এর আগে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় 16 অগস্ট তাঁদের তলব করেছিল কলকাতা পুলিশ ৷

ETV Bharat
লালবাজারে ডাক পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস এবং রেজিস্ট্রারের

কলকাতা, 25 অগস্ট: ডিন অব স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ফের তলব করল কলকাতা পুলিশ ৷ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে কয়েকজন যুবক-যুবতীকে দেখা যায় ৷ পুলিশ জানতে পারে, তাঁদের পরিহিত পোশাকের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পোশাকের মিল রয়েছে ৷ এমনকী সেনার লোগোর মতো ব্যাচও ছিল ৷

এই যুবক-যুবতীদের পরিচয় কী ? কোত্থেকেই বা তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ? সেনার মতো পোশাক কীভাবে পেলেন ? কেন তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এলেন ? এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রজত রায় ও স্নেহমঞ্জু বসুকে ডেকে পাঠিয়েছে লালবাজার ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও একটি নোটিশ পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ৷

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশিকা উপাচার্যের

জানা গিয়েছে, বুধবার যাদবপুর থানার পুলিশ এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ৷ এবার সেই বিষয়ে জানার জন্যই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টসকে তলব করল কলকাতা পুলিশ ৷

পুলিশ সূত্রের খবর, বুধবার বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে 20 জন যুবক-যুবতী ভারতীয় সেনাবাহিনীর মতো জলপাই রঙের পোশাক পরে দাঁড়িয়েছিলেন ৷ এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে ৷ তাঁরা পোশাকে যে লোগো ব্যবহার করেছেন, তাতে ভারতীয় সেনাবাহিনীর লোগো ব্যবহার করা হয়েছে ৷ সেই লোগো একমাত্র ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করতে পারে ৷

বুধবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর গতকাল, বৃহস্পতিবার ফের আরও পাঁচজন পড়ুয়াকে যাদবপুর থানায় তলব করা হয় ৷ শুক্রবার অন্য পাঁচজন পড়ুয়াকে তলব করা হয়েছে ৷ পুলিশ আধিকারিকরা জানতে চান, তারা ঘটনাস্থলে গিয়ে ঠিক কী দেখেছিলেন ? এই ঘটনার পর সৌরভ চৌধুরী-সহ অভিযুক্তদের কী ভূমিকা ছিল ? এই সব পড়ুয়াদের বয়ান নথিভুক্ত করে তদন্তে অগ্রগতি চায় কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুতে গঠিত হবে নতুন তদন্ত কমিটি, রাজ্যপাল-উপাচার্য বৈঠকের পর শুরু জল্পনা

এখনও পর্যন্ত জোগাড় হওয়া তথ্য-প্রমাণ থেকে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন অর্থাৎ 9 অগস্ট রাতে প্রথম বর্ষের পড়ুয়া যখন হস্টেলের বারান্দার সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল, তখন হস্টেলের এই আবাসিকরা তার চিৎকার শুনে সেখানে ছুটে গিয়েছিল ৷ ইতিমধ্যে 16 অগস্ট ডিন অব স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে লালবাজারে তলব করা হয়েছিল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে ৷

Last Updated :Aug 25, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.