ETV Bharat / state

HC over Municipal Recruitment Scam: পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি, নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : May 12, 2023, 1:40 PM IST

Updated : May 12, 2023, 3:50 PM IST

পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি ৷ এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায় ৷ মামলাটি তাঁর এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তরিত হলে রাজ্য পুনর্বিবেচনার আবেদন জানায় ৷ তবে স্বস্তি মিলল না ।

SSC Recruitment Scam
কলকাতা হাইকোর্ট

চাকরি প্রার্থীদের আইনজীবীদের বক্তব্য

কলকাতা, 12 মে: পৌর নিয়োগ দুর্নীতির সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ নয় ৷ রাজ্যের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুনর্নিয়োগ দুর্নীতির যোগ থাকায় সিবিআই-ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তবে বেঞ্চ বদলালেও নির্দেশ বদলাল না।

শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তাই এই নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই-ইডি যেমন তদন্ত করছিল, তেমনটাই করবে ৷ অন্যদিকে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয় বলে জানিয়েছে আদালত । সোমবার এই মামলার ফের শুনানি হওয়ার কথা রয়েছে ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে তাঁকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দু'টি মামলা থেকে সরানো হয়েছে ৷ সেই মামলা দু'টি এখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ৷

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে বেঞ্চ বদলের পর নিয়োগের 2 মামলায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ উভয় পক্ষের

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু ঘোষ ৷ তার সূত্র ধরে পরে সল্টলেকের ব্যবসায়ী অয়ন শীলকে জেরা করে ইডি ৷ তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে অয়ন শীলের বিরুদ্ধে ৷ এই তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন পৌরসভা এবং পৌরনিগমে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সন্ধান পাওয়া যায় ৷ এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পরে এই মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তরিত হয় ৷ গত 8 মে বিচারপতি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন ৷ এরপর রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার ৷ আজ বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন ৷

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, স্থগিতাদেশ দিল না নয়া বেঞ্চ

Last Updated :May 12, 2023, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.