ETV Bharat / state

Jadavpur University: কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম যাদবপুর

author img

By

Published : Oct 28, 2022, 3:32 PM IST

কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং 2023 (Quacquarelli Symonds)-এ দেশের 15টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও আইআইটি খড়গপুর ৷

jadavpur-university-and-iit-kharagpur-gets-ranking-in-qs-world-ranking-2023
Jadavpur University: কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম যাদবপুর

কলকাতা, 28 অক্টোবর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে যুক্ত হল স্বীকৃতির আরেকটি পালক । কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং 2023 (Quacquarelli Symonds World Ranking)-র তালিকায় স্থান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় । রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এই আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছে বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠান ।

কিউএস ওয়ার্ল্ড ব়্যাংকিং 2023 (QS World Ranking 2023)-র তালিকায় 'সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট' বিভাগে বিশ্বের মাত্র 700টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে । এর মধ্যে দেশের 15টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে যাদবপুর অন্যতম । কেন্দ্র ও রাজ্যের অনুদানপ্রাপ্ত যাদবপুর অষ্টম স্থানে অধিকার করেছে । ঠিক একইভাবে আইআইটিগুলির মধ্যে রাজ্যের খড়গপুর খড়্গপুরের আইআইটিও (IIT Kharagpur) স্থান করে নিয়েছে এই তালিকায় ।

বিশ্বের মোট 1300 শিক্ষা প্রতিষ্ঠানের সমীক্ষা করা হয়, যার মধ্যে এই 700টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেন বিশেষজ্ঞরা । বিশ্বের তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ।

পাশাপাশি এই তালিকায় যে 15টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম এসেছে সেগুলি হল-

  • আইআইটি বম্বে
  • আইআইটি দিল্লি
  • জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
  • দিল্লি বিশ্ববিদ্যালয়
  • আইআইটি কানপুর
  • আইআইটি রুরকি
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স
  • আইআইটি খড়গপুর
  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
  • বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গৌহাটি
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ

আরও পড়ুন: দেশের সেরা যাদবপুর, 2 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়; টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.