ETV Bharat / state

West Bengal Weather Update: আপাতত অস্বস্তিকর গরমই সঙ্গী বঙ্গবাসীর, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

author img

By

Published : May 21, 2023, 7:03 AM IST

রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ তার মানে এখনই বৃষ্টি হবে এমনটা নয় ৷ তবে একেবারে নিরাশ করেনি হাওয়া অফিস ৷ আগামী সপ্তাহ থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণে বৃষ্টি নামবে ৷ কিছুটা আরাম ফিরবে জনজীবনে ৷

ETV Bharat
আপাতত অস্বস্তিকর গরমই সঙ্গী বঙ্গবাসীর

কলকাতা, 21 মে: কখনও বৃষ্টি কখনও গরম, মিশ্র আবহাওয়া বঙ্গে ৷ গ্রীষ্ম শেষে দুয়ারে বর্ষার হাজিরা দেওয়ার জোরালো ইঙ্গিত মিলছে ৷ এই অবস্থায় গরম এবং বৃষ্টি মিলেমিশে অস্বস্তিতে জনজীবন ৷ তবে এর মধ্যে কিছুটা হলেও আশার খবর দিয়েছে হাওয়া অফিস ৷

আলিপুর হাওয়া অফিসের আধিকারিক গণেশকুমার দাস জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এটি অবস্থান করছে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত ৷ এর প্রভাবে সিকিম এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ ফলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে একটু দেরি হচ্ছে ৷ সোমবারের পর আরও বেশি সক্রিয় হবে ৷ সোমবার থেকে পশ্চিম দিকে যাবে এই জলীয়বাষ্প ৷

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে আগামী 4-5 দিন হালকা থেকে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে ৷ ঝড় বা শিলাবৃষ্টিও হতে পারে ৷ মালদা, দুই দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ৷

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে ৷ মাঝে কমলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ এমনকী শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷

বৃষ্টি হলেও আজ থেকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে ৷ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ৷ মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমবে ৷

মঙ্গল ও বুধবার রাজ্যের কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ৷ বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ৷ আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা সামান্যই ৷ কলকাতা এবং আশপাশে আগামী দু'দিন তাপমাত্রা সামান্য বাড়বে এবং ঝড়-বৃষ্টির আভাস মিলছে না ৷ মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টি হতে পারে ৷ সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল, 35.4 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিক, 26.6 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 85 শতাংশ এবং 46 শতাংশ ৷ আজ রবিবার ঘামে ভেজা অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগ কাদের জন্য লাভ জনক, জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.