ETV Bharat / state

West Bengal Weather Update : রাতে ঠান্ডা, দিনে গরম চলবে আরও কিছুদিন

author img

By

Published : Mar 12, 2022, 7:02 AM IST

Bengal Weather News
রাজ্যে গ্রীষ্মকাল

শীত গিয়ে বসন্ত ৷ খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় এই ঋতু ৷ এবার তাপমাত্রা বাড়ছে (West Bengal Weather Update) ৷

কলকাতা, 12 মার্চ : দিনের বেলা গরম, বিকেলের দিকে হালকা ঠান্ডার অনুভূতি । এই আবহাওয়াকে শীতের শেষ ল্যাপ বলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর । বরং বসন্ত শেষে গ্রীষ্মের শুরুতে ঠান্ডা-গরমের স্বাভাবিক ঠোকাঠুকি, পূর্বাভাস হাওয়া অফিসের (Hot and cold weather in West Bengal) ।

রোদের তাপ প্রতিদিন বাড়ছে । জমছে ঘাম । শুকোচ্ছে গলা । হাওয়া অফিস জানিয়েছে, পুরোটাই গ্রীষ্মের প্রিলিউড । কারণ গত দু'সপ্তাহ ধরে রাজ্যজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে । আলিপুর আবহাত্তয়া দফতরের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গরম পড়েই গিয়েছে । আপাতত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই । আগামী 4-5 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ।

আগামী 4-5 দিন কেমন থাকবে, জানালেন আলিপুর আবহাত্তয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 12th March : অন্যদের নিয়ে অত্যধিক চিন্তা করুন বন্ধ নয়তো স্বাস্থ্যে পড়বে প্রভাব; ইঙ্গিত কুম্ভতে, আরও জানতে দেখুন রাশিফল

প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে দুই বঙ্গে । দিনের ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না । দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে । কলকাতা এবং আশপাশে ক্ষেত্রে শুক্রবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । শীত শেষে গরমে রাতে হালকা শীতের আমেজ এবং দিনে ভ্যাপসা গরম ৷ আগামী 3-4 দিন বজায় থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.