ETV Bharat / state

Dengue Death in South Dum Dum: দক্ষিণ দমদমের সুভাষ নগরে ডেঙ্গি আক্রান্ত বধূর মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 8:42 PM IST

Updated : Aug 25, 2023, 10:33 PM IST

Etv Bharat
ডেঙ্গি আক্রান্ত গৃহবধুর মৃত্যু

শহরে ডেঙ্গির বলি বধূ ৷ দক্ষিণ দমদমের পৌরসভার সুভাষ নগরের ঘটনা ৷ বৃহস্পতিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

সুভাষ নগরে ডেঙ্গি আক্রান্ত বধূর মৃত্যু

দমদম, 25 অগস্ট: আবারও একটি প্রাণ কাড়ল ডেঙ্গি ৷ বৃহস্পতিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল বধূর ৷ দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার ক্ষুদিরাম সরণির ঘটনা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ মৃতের নাম ববিতা রায় (35) ৷

দমদম পৌরসভা সূত্রে খবর, ওই গৃহবধূ বিগত দু’দিন ধরে দক্ষিণ দমদম পৌরসভার হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি ছিলেন । বৃহস্পতিবার দুপুর 2টো 50 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়েছে । দক্ষিণ দমদম পৌরসভার পৌর পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস জানান, এই মহিলা অনেকদিন ধরেই জ্বর নিয়ে বাড়িতে ছিলেন । পৌরসভার ডেঙ্গি সচেতনতা কর্মীরা গিয়ে পৌর হাসপাতালে ভর্তি করা হয় ৷

পরিবারের অভিযোগ, স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও ওই পরিবারের থেকে 7000 টাকা বিল নেয় হাসপাতাল । পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার একাধিক অংশের বাসিন্দারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৷ বাসিন্দাদের দাবি, পৌরসভা থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয় না ৷ জায়গায় জায়গায় জঞ্জাল পড়ে থাকে ৷ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না ৷ শুধু তাই নয়, একাধিক পুকুরে ডাবের ফুল বা নোংরা আবর্জনা পড়ে থাকে ৷ কিন্তু পৌরসভা কোনও উদ্যোগ নেওয়া হয় না পরিষ্কারের জন্য ৷ কয়েকদিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছিল ৷

আরও পড়ুন: বাঙুর থেকে নাগেরবাজার পর্যন্ত ডেঙ্গি সচেতনতা র‍্যালি

এদিকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরে একের পর এক মৃত্য়ু ঘটনা ঘটছে ৷ কলকাতা পৌরসভা পক্ষ থেকে নাগরিকদের সচেতন করা হচ্ছে ৷ নাগরিক স্বার্থে বেশ কিছু সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ দমদম পৌরসভার পক্ষ থেকে সচেতন করা হচ্ছে এলাকাবাসীকে ৷ পাশাপাশি নিয়মিত পৌরসভার কর্মীরাও ডেঙ্গি রোধে নজরদারি চালাচ্ছেন ৷ বাড়ি বা এলাকার কোথায় যাতে জল না জমে, তার জন্য মাইকিং করা হচ্ছে ৷

আরও পডু়ন: কলকাতার ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার প্রাণ গেল সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রের

Last Updated :Aug 25, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.