ETV Bharat / state

Dengue Death in kolkata: কলকাতার ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার প্রাণ গেল সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:39 PM IST

A Minor Boy Died Due to Dengue
ডেঙ্গি

Dengue in Kolkata: ফের ডেঙ্গি প্রাণ কাড়ল বছর তেরোর এক নাবালকের ৷ বেশ ক'দিন ধরেই সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সৃজন সাহা জ্বরে ভুগছিল। এরপর তার উপসর্গ দেখে চিকিৎসক সন্দেহ করেন ডেঙ্গি বলে। তারপর পরীক্ষাতে রিপোর্ট আসে ৷

কলকাতার ফের ডেঙ্গিতে মৃত্যু

কলকাতা, 23 অগস্ট: বর্ষার মরশুমে আবারও ডেঙ্গি মৃত্যু কলকাতায়। এবার 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর তেরোর ছাত্র সৃজন সাহার প্রাণ গেল ডেঙ্গিতে। কিছু দিন আগেই পার্ক সার্কাসে এক নাবালকের মৃত্যু হয়েছিল ডেঙ্গি আক্রান্ত হয়ে।

বর্ষায় বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতার যে সমস্ত জায়গায় ডেঙ্গি ভয়াবহ চেহারা নেয় তার মধ্যে অন্যতম এই 10 নম্বর বরো এলাকা। প্রতিবার এই এলাকা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বেশ ক'দিন ধরেই সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সৃজন সাহা জ্বরে ভুগছিল। এরপর তার উপসর্গ দেখে চিকিৎসক সন্দেহ করেন ডেঙ্গি বলে। তেরো বছরের ওই বালককে রক্তপরীক্ষা করতে বলেন। সেই মতো একটি জায়গায় রক্ত পরীক্ষা করা হলে রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এরপর তাকে বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। তবে ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় নার্সিংহোমের তরফে অন্য কোনও বড় হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকরা।

সেই মতো বাড়ির লোকজন সৃজনকে এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন মঙ্গলবার। কিন্তু বুধবার সকালে সৃজনের মৃত্যু হয় । এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ জানান, 'চিকিৎসা' নামক এক ডায়গনস্টিক সেন্টারে তার রক্ত পরীক্ষা হয়েছিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। তার পরে গতকাল বিকেলে তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজকে সকালে তার মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর কাছে সম্পূর্ণ রিপোর্ট আসেনি।

তিনি এদিন আরও বলেন, "10 নম্বর বোরোতে ডেঙ্গির সংখ্যা বাড়ছে। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। তবে সমস্যা হচ্ছে যে এই জায়গাটি রেল ইয়ার্ড অঞ্চল। অনেক জায়গায় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কর্মীরা প্রবেশ করতে পারছেন না। ফলে ওই অঞ্চলে একটা সমস্যা হচ্ছে। ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে ডেঙ্গি লার্ভার খোঁজ করার কাজ চলছে। মানুষের মধ্যে সচেতন করার কাজ চলছে।

আরও পড়ুন: ডেঙ্গিতে প্রাণ গেল গৃহবধূর, আক্রান্ত কাউন্সিলরও !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.