ETV Bharat / state

Calcutta High Court: প্রত্যাহার না করলে খারিজ! যাদবপুর নিয়ে শুভেন্দুর জনস্বার্থ মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 3:37 PM IST

HC Chief Justice T0S Sivagnanam Angry at Suvendu Adhikari PIL: শুভেন্দু অধিকারীর আইনজীবীকে মামলা প্রত্যাহারের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে করা সেই জনস্বার্থ মামলা খারিজ করার কথাও বলেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি ৷

Calcutta High Court
Calcutta High Court

কলকাতা, 28 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলা প্রত্যাহার না করলে, আদালতই তা খারিজ করে দেবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এ দিন মামলার শুনানিতে তিনি শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘সংবাদপত্রের খবরের ভিত্তিতে মামলা করেছেন ?’’

আজ মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শুভেন্দু অধিকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে মামলা করেছেন ? ঘটনাস্থলের কোনও খবর সেখানে গিয়ে আপনারা নিয়েছেন ? পুলিশ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে এই ঘটনায় ৷ তাছাড়া একাধিক মামলা দায়ের হয়েছে একই বিষয়ে ৷ এই মামলা আপনারা প্রত্যাহার করবেন ? নাহলে আমরাই তা খারিজ করে দেব ৷"

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং এবং ছাত্রমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রায় 8টি মামলা দায়ের হয়েছে ৷ এগুলির মধ্যে বেশ কয়েকটি মামলার শুনানি আগামী 5 সেপ্টেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে ৷ এর বাইরে যাদবপুর ইস্যুতে আজ মোট চারটি মামলার শুনানি ছিল ৷ তার মধ্যে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা ছাড়া, সবক’টি মামলাই খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ৷ ক্ষুব্ধ প্রধান বিচারপতি মন্তব্য করেন, "একই বিষয়ে একাধিক মামলা শুনতে হলে, মূল বিষয়টাই অস্পষ্ট হয়ে যাবে ৷ আদালত শুধুমাত্র প্রধান কয়েকটি মামলাই শুনবে ৷"

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মামলাটি ছিল সুপ্রিম কোর্টের সামগ্রিক র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত গাইডলাইন নিয়ে ৷ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইনগুলি যাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে লাগু করা হয়, সেই দাবিতে তিনি মামলা করেছেন ৷ এই মামলায় ইউজিসি-র আইনজীবীর উদ্দেশ্যে একটি নির্দেশ জারি করেছে আদালত ৷ সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ব়্যাগিং সংক্রান্ত নির্দেশিকা লাগু করতে ইউজিসি কী ভাবছে ? তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে জেনে আদালতকে রিপোর্ট করতে হবে ৷

আরও পড়ুন: যাদবপুরের ঘটনায় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

আইনজীবী জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ইউজিসি কর্তৃপক্ষ বিশেষ দল পাঠিয়েছিল ৷ সেই দল জানিয়েছে, ব়্যাগিংয়ের কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, এই ঘটনায় একাধিক সিনিয়র এবং প্রাক্তনীদের যে পুলিশ গ্রেফতার করেছে ৷ সে কথাও আদালতে জানান ইউজিসি-র আইনজীবী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.