ETV Bharat / state

উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপালের বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দ থেকে পীযূষ গোয়েল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 10:41 AM IST

ETV Bharat
উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপালের বই প্রকাশ অনুষ্ঠান

Former UP Governor Book Launch: উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নাইকের বই প্রকাশ অনুষ্ঠান হল কলকাতায় ৷ এক মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ত্রিপুরা-মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷

কলকাতা, 7 জানুয়ারি: প্রাক্তন রাজ্যপালের বই প্রকাশ অনুষ্ঠান হল কলকাতায় ৷ আর সেই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ত্রিপুরা-মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে ৷ আর তাঁদের সঙ্গে ছিলেন বইয়ের লেখক উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নাইক ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন ৷

শনিবার তাঁর 'চরৈবেতি, চরৈবেতি' গ্রন্থের বাংলা সংস্করণ প্রকাশিত হল কলকাতায় ৷ গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ৷ হিন্দিতে এই গ্রন্থটির প্রকাশনা করেছেন চাণক্য বার্তার সম্পাদক অমিত জৈন ৷ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন ডক্টর তুষার কান্তি বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কথা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন ৷

  • Hon Governor attended the book launch of Shri Ram Naik, former Governor of Uttar Pradesh, being jointly organised by International Divya Parivar Soceity & Bharat Antarashtriya Sanskritik Kendra. Central Minister Shri Piyush Goyal also graced the function. pic.twitter.com/bRUxM4J6fd

    — Raj Bhavan Kolkata (@BengalGovernor) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল লিখেছেন, "উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল শ্রী রাম নাইকের বই প্রকাশ অনুষ্ঠান ছিল ৷ আন্তর্জাতিক দিব্যা পরিবার সোসাইটি এবং ভারত অন্তঃরাষ্ট্রীয় সংস্কৃতি কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷" এই গ্রন্থটি শ্রীরাম নাইকের জীবনের স্মৃতি কথা ৷ উত্তরপ্রদেশের রাজ্যপাল থাকাকালীন মহারাষ্ট্রের 'সকাল' পত্রিকার সম্পাদক রাম নাইককে প্রস্তাব দেন, তিনি জীবনের স্মৃতি নিয়ে কিছু লিখলে, তা তাঁর পত্রিকায় ছেপে বের করবেন ৷

এরপর সকাল পত্রিকায় রাম নাইকের স্মৃতিকথা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে ৷ পরে উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নাইক পত্রিকায় প্রকাশিত স্মৃতিকথাগুলিকে গ্রন্থকারে প্রকাশের সিদ্ধান্ত নেন ৷ প্রথমে তা মারাঠি ভাষায় প্রকাশ করেন ৷ পরবর্তীকালে বইটি হিন্দি, ইংরেজি, তামিল, উর্দু-সহ 14টি ভারতী ভাষায় অনূদিত হয় ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন বাংলা ভাষায় অনূদিত গ্রন্থ ৷ 'চরৈবেতি, চরৈবেতি' গ্রন্থে 27 টি অধ্যায় আছে ৷ প্রত্যেকটি অধ্যায়ে বর্ণিত হয়েছে তাঁর কর্মজীবন, তাঁর রাজনৈতিক জীবন, সমাজের নিম্ন শ্রেণির মানুষদের সঙ্গে সম্পর্কের কথা ৷ তিনি পাঠককে জানাতে চেয়েছেন, জীবন চলাতেই আনন্দ ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে!
  2. সোশাল মিডিয়াকে গুরুত্ব, ইনস্টায় অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিলেন রাজ্যপাল বোস
  3. ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রদের সঙ্গে কেক কেটে, রবীন্দ্র সংগীত গেয়ে জন্মদিন উদযাপন রাজ্যপালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.