ETV Bharat / state

সোশাল মিডিয়াকে গুরুত্ব, ইনস্টায় অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিলেন রাজ্যপাল বোস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 8:17 PM IST

Governor CV Ananda Bose at Social Media: সোশাল মিডিয়ায় সক্রিয় হওয়ার প্রস্তুতি রাজ্যপালের ৷ নিজের লেখা সেখানে পোস্ট করতে চান ৷ সেই কারণে তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট আপডেট ও ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়ে অধীনস্ত কর্মচারীদের ৷

Etv Bharat
সোশাল মিডিয়ায় রাজ্যপাল

কলকাতা, 3 জানুয়ারি: পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস যে সাহিত্য প্রেমিক তা সকলেরই জানা । তাঁর একাধিক বক্তব্যে বারবার উঠে এসেছে রাত জেগে পড়াশোনা ও লেখালিখির কথা । তিনি ইতিমধ্যে 50টিরও বেশি কবিতা ও প্রবন্ধের বই লিখে ফেলেছেন । বুধবার রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল বোসের সেই সমস্ত লেখা ছাপার অক্ষরে থাকার পাশাপাশি পিডিএফ আকারে এবার সোশাল মিডিয়াতেও পাওয়া যাবে । রাজ্যপাল অধীনস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টের আপডেট করতে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে । যাতে তাঁর প্রতিমুহূর্তের কর্মকাণ্ডের আপডেট তিনি নেট দুনিয়ায় তুলে ধরতে পারেন । ইতিমধ্যে তিনি তাঁর যাবতীয় লেখা ও কাজের ইতিহাস https://drcvanandabose.com/ এই ওয়েব ডোমেইনে সঞ্চয় করে রেখেছেন ।

বর্তমানে রাজ্যপাল বোসের দু'টি ফেসবুক অ্যাকাউন্ট আছে । একটি 'গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল' নামে, দ্বিতীয়টি 'দ্য ম্যান অফ আইডিয়াস ডা. সিভি আনন্দ বোস' নামে । প্রথমটি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের বর্তমান পদাধিকারী আইএএস নন্দিনী চক্রবর্তী রাজ্যপালের সচিব থাকাকালীন আপডেট করা হয়েছিল । দ্বিতীয়টি 2023 সালের 16 মে ক্রিয়েট করা হয়েছিল । যেখানে রাজ্যপালকে লেখক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে । একইসঙ্গে তার যে ওয়েব ডোমেইনটি রয়েছে তার লিংক জুড়ে দেওয়া রয়েছে ।

রাজভবন সূত্রের দাবি, এই প্রত্যেকটি ক্ষেত্রেই নতুনভাবে আপডেট করতে চাইছেন সিভি আনন্দ বোস । ঠিক তেমনি নতুন করে দুই তিনটি বইও লিখতে শুরু করেছেন রাজ্যপাল । ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলাতেও সেই সমস্ত বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে । আর ইতিমধ্যে যে বইগুলি লেখা হয়েছে এবং ছাপার আকারে প্রকাশিত হয়েছে সে সমস্ত বইয়ের পিডিএফগুলি তাঁর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি আপডেটের পর সেখানে পোস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু গণ্ডগোল বেঁধেছে অন্য জায়গায় ।

সূত্রের দাবি, এই সমস্ত কাজ করতে প্রয়োজনীয় লোকবলের অভাব রয়েছে রাজভবনে । ফলে, কে কাজটি করবেন তা নিয়ে দোলাচলে থাকার পাশাপাশি ধারাবাহিকভাবে সেই কাজ চালিয়ে যাওয়া কতটা সম্ভবপর হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজভবনের অন্দরেই ।

আরও পড়ুন:

1 ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্রদের সঙ্গে কেক কেটে, রবীন্দ্র সংগীত গেয়ে জন্মদিন উদযাপন রাজ্যপালের

2 বছর শেষের আগেই একাধিক বিলে স্বাক্ষর করবেন রাজ্যপাল, গুঞ্জন রাজভবনের অন্দরে

3 'যাদবপুরে সমাবর্তন বেআইনি, আইনি পরামর্শ নিচ্ছি'; বললেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.