Hookah Bars to close in Kolkata: কলকাতায় বন্ধ হচ্ছে সমস্ত হুক্কাবার, নির্দেশ ফিরহাদের

author img

By

Published : Dec 2, 2022, 4:57 PM IST

Updated : Dec 2, 2022, 6:14 PM IST

Hookah Bar in Kolkata

শহর কলকাতায় এবার থেকে বন্ধ হতে চলেছে সমস্ত হুক্কাবার (Hookah Bar) ৷ যে সমস্ত হুক্কাবারের লাইসেন্স দেওয়া হয়েছে তা সব বাতিলও করা হচ্ছে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এই কারণে যুব সমাজের ক্ষতি হচ্ছে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে (All Hookah Bars are Closing in Kolkata)।

কলকাতা, 2 ডিসেম্বর: কলকাতায় বন্ধ হতে চলেছে সমস্ত হুক্কাবার (Hookah Bar in Kolkata)। যে সমস্ত হুক্কাবারের লাইসেন্স দেওয়া হয়েছে তা সব বাতিলও করা হচ্ছে। নতুন করে হুক্কাবারের (Hookah Bar) আর লাইসেন্স দেওয়া হবে না। যারা এই বার চালাচ্ছিলেন তাঁদের শীঘ্রই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে যুব সমাজের ক্ষতি হচ্ছে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতায় সমস্ত হুক্কাবার নিষিদ্ধ করতে পুলিশকে শুক্রবার আবেদন করলেন মেয়র ফিরহাদ। শহরে চালানো যাবে না কোনও হুক্কাবার। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। অনেক জায়গাতেই হুক্কার যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা মানবশরীরের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলছে। বিভিন্ন জায়গায় মাদক মেশানোর অভিযোগ রয়েছে। যাতে আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম। তাই এই প্রবণতা ঠেকাতে হুক্কাবার নিষিদ্ধ করার পরিকল্পনা বলে জানিয়েছেন মেয়র।

পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এদিন মেয়র সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, লাইসেন্স নিয়ে বা বেআইনিভাবে চলা সমস্ত হুক্কাবার প্রশাসনের নজরে। সেখান থেকে হুক্কা সেবন বন্ধ করানো হবে। শহরে হুক্কা খাওয়া হয়, তেমন লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা রেস্টুরেন্ট খুব বেশি হলে 30 থেকে 32টি রয়েছে। এর বাইরেও বেআইনি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক। পুলিশের চোখে ধুলো দিয়ে বহু রেস্টুরেন্টে বা বারে হুক্কা সেবন চলছে।

আরও পড়ুন: ক্রেতা সেজে বেআইনি হুক্কা বারে পুলিশি অভিযান, গ্রেফতার 5

কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, সেই অর্থে হুক্কাবার খুলতে কোনও এনওসি বা লাইসেন্স লাগে না। কেউ বার কিংবা রেস্টুরেন্ট খুললে আবেদনপত্রে টোব্যাকো বা তামাকের জায়গায় হুক্কা খাওয়া হবে কি না, তা নির্দিষ্ট করার জন্য আলাদা বক্স থাকে। তখন আবেদনকারী সেখানে টিক মার্ক করে দেন। এবার থেকে আবেদনপত্রের সেই জায়গার উল্লেখ থাকবে না।

শহরে চালানো যাবে না কোনও হুক্কাবার বললেন ফিরহাদ হাকিম

মেয়র আরও জানিয়েছেন, প্রথমদিকে প্লেসার স্মোকিং হিসেবে হুক্কা সেবনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন বহু জায়গা থেকে অভিযোগ আসছে। নেতিবাচক কাজ হচ্ছে বিভিন্ন হুক্কাবারে। যা মানুষকে আসক্ত করে তুলছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার মেয়রের এই আবেদনে পুলিশ কী ভূমিকা গ্রহণ করে।

আরও পড়ুন: নাইট ক্লাব ও হুক্কাবারে যুবসমাজের দেদার মাদক সেবনে চিন্তায় লালবাজার

Last Updated :Dec 2, 2022, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.