ETV Bharat / state

কৃষিবিলের বিরোধিতায় রাজ্যজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

author img

By

Published : Sep 26, 2020, 10:11 PM IST

কংগ্রেস কর্মীরা একক ভাবে এই কর্মসূচি নিয়েছে । বামফ্রন্ট বা অন্য কোন সমভাবাপন্ন দলের সঙ্গে নয় । কংগ্রেস কর্মীরা, জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস কর্মীরা যৌথভাবে কৃষি বিলের বিরোধিতা করবে ।

Adhir Choudhury
Adhir Choudhury

কলকাতা, 26 সেপ্টেম্বর : রাজ্যের প্রত্যেকটি জেলা এবং ব্লকে আগামী মাসের 2 তারিখে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা বিক্ষোভ দেখাবে কংগ্রেস কর্মীরা । প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী আজ প্রত্যেক জেলা কংগ্রেস সভাপতি এবং ওয়ার্কিং প্রেসিডেন্টদের একথা জানান । তিনি বলেন, আগামী শুক্রবার কিষাণ মজদুর বাঁচাও দিবস পালন করা হবে । এছাড়াও 2 অক্টোবর থেকে 31 অক্টোবর লাগাতার কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় স্বাক্ষর সংগ্রহ করা হবে রাজ্যের মানুষের কাছ থেকে ।

মহাত্মা গান্ধি এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় রাস্তা অবরোধ, সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে । কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, " প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নির্দেশে প্রদেশ কংগ্রেস কৃষি বিলের বিরুদ্ধে একগুচ্ছ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে । আগামী সোমবার বেলা দুটোর সময় জনবিরোধী কৃষক দলের বিরুদ্ধে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে রাজভবন অবধি একটি প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে । মিছিল শেষে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হবে । কেন্দ্রীয় সরকার কৃষক মারার ষড়যন্ত্র করছেন । সেই কারণে কর্পোরেট সংস্থার হাতে দেশের কৃষি ব্যবস্থাকে তুলে দিতে চায় । অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে কৃষি বিল প্রত্যাহার করতে হবে । "

কংগ্রেস কর্মীরা একক ভাবে এই কর্মসূচি নিয়েছে । বামফ্রন্ট বা অন্য কোন সমভাবাপন্ন দলের সঙ্গে নয় । কংগ্রেস কর্মীরা, জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস কর্মীরা যৌথভাবে কৃষি বিলের বিরোধিতা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.