ETV Bharat / state

বাংলায় কোটি টাকার রেশন লুট হয় : দিলীপ

author img

By

Published : Jun 12, 2021, 11:07 PM IST

এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের
এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড লাগু করার নির্দেশ দিয়েছে ৷ সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই বিষয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । তাই এখানে এক দেশ এক রেশন কার্ড চালু করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি ।

কলকাতা, 12 জুন : পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । এছাড়াও বঙ্গে কোটি কোটি টাকার রেশন লুট হয় এবং অনেক বাংলাদেশি ভারতে এসে রেশনের সুবিধা নিচ্ছে ৷ এই অবস্থায় রাজ্য়ে এক দেশ এক রেশন কার্ডের সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড লাগু করার নির্দেশ দিয়েছে ৷ সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই বিষয়ে তিনি বলেন, অনেকক্ষেত্রেই রাজ্য তৃণমূল সরকার আদালত ও কেন্দ্রের সিদ্ধান্ত মানেনি । পশ্চিমবঙ্গে বহু ভুয়ো রেশন কার্ড রয়েছে । তাই এখানে এক দেশ এক রেশন কার্ড চালু করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি ।

এক দেশ এক রেশন কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ দিলীপের

পশ্চিমবঙ্গের চিকিৎসকদের উপর আক্রমণ একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, সারাবছর এখানে চিকিৎসকের ওপর হামলা হয় এবং পুলিশ প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন । এটি ভীষন উদ্বেগের বিষয় ৷

আরও পড়ুন : বাংলায় অবিলম্বে 'এক দেশ, এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের
একই দিনে মুকুল রায়ের বিজেপি ত্যাগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, আয়া রাম গয়ারাম নিয়ে চিন্তিত নয় বিজেপি । বলেন, বিজেপির আদর্শ ও নীতি নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তারা চলে যেতে পারেন । সেই নিয়ে বিজেপি চিন্তিত নন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.