Dilip Slams Mamata: 'মমতাকে দেখে মদন মিত্রর মতো লোক অনুপ্রাণিত হয়', কটাক্ষ দিলীপের

author img

By

Published : Sep 28, 2022, 12:00 PM IST

Dilip Ghosh criticises Mamata Banerjee on Saccharum industry issue

ফের মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ মুখ্যমন্ত্রীর ভবিষ্যতবাণী কোনওটাই সফল হয় না বলে কটাক্ষ করেন তিনি ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর: আবারও মুখ্যমন্ত্রীর উদ্দেশে তোপ দাগলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কদিন আগেই মেদিনীপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, কাশফুল শিল্পের কথা ৷ কাশফুল দিয়ে ভালো বালিশ ও তোষক তৈরি হয় বলে জানান তিনি ৷ আর কাশফুল শিল্পে (Saccharum industry) রাজ্যে গড়ে উঠলে কর্মসংস্থানের আশা দেখছেন মুখ্যমন্ত্রী ৷ এবার এ প্রসঙ্গেই মমতাকে তুলোধনা করলেন দিলীপ ৷

বিজেপি সাংসদ বলেন, "উনি খুব দূরদর্শী । অনেক ভবিষ্যতবাণী করেন । দুর্ভাগ্যবশত সেগুলো সফল হতে আমরা দেখিনি । এ ধরনের হালকা কথা বলে উনি জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন । সেই দেখে মদন মিত্রের মতো লোকেরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেন । তাতে কার লাভ হচ্ছে? এতে বাংলার কী লাভ হচ্ছে? রাজনীতির লাভ হচ্ছে, নাকি পার্টির লাভ হচ্ছে । উনি কোনোদিন সিরিয়াস পলিটিকস করেননি । কিছু হালকা কথা এবং নাচা-গানা, মৌজ-মস্তি ও ফালতু ডায়লগ মেরে রাজনীতি চালিয়ে যাবেন । এই দিয়েই চলছে ।"

অস্থায়ী পরিবহণ কর্মীদের আন্দোলন তোলার জন্য হুমকি চিঠি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এইসব লোকদের নিয়েই তো তৃণমূল ক্ষমতায় এসেছে । এদের নেতারাই তাদের কর্মী হিসেবে এখানে ঢুকিয়েছেন । লোকে জানে একটা কাজ চলে গেলে বাংলায় সত্যিই আর কোনো কাজ নেই । অন্য রাজ্যে চলে যেতে হবে হবে । এইভাবে কদ্দিন চালাবেন? মানুষ এবার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে । রাস্তায় যোগ্য লোক বছরের পর বছর বসে আছে । এই পরিস্থিতি কারা তৈরি করেছে?"

ফের মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন: 'পাপ করেছেন বলে মুখ দিয়ে শুদ্ধ সংস্কৃত বেরয় না' , মমতাকে তোপ দিলীপের

মানিক ভট্টাচার্যেরর সঙ্গে সিবিআইয়ের 'সেটিং' নিয়েও মুন্তব্য করেন দিলীপ ৷ তিনি বলেন, "সিবিআই কোনও ব্যক্তি না । একজন না পারলে আরেকজন করবে । যে পদক্ষেপ সিবিআই নিয়েছে, যে রায় আদালত দিয়েছে, তা বেনজির । পাকা মাথার কাজ হচ্ছে । কাঁচা কাজ না । তথ্য নষ্ট করার জন্য পেশাদার সংস্থাকে ব্যবহার করা হয়েছে । ফলে সময় লাগবে । অনেকে পাকাপাকি ভিতরে ঢুকে গিয়েছে । আরও যাবে । অপেক্ষা করুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.