Dilip Slams Mamata : 'পাপ করেছেন বলে মুখ দিয়ে শুদ্ধ সংস্কৃত বেরয় না' , মমতাকে তোপ দিলীপের

author img

By

Published : Sep 27, 2022, 9:20 AM IST

Updated : Sep 27, 2022, 11:11 AM IST

CM Mamata Banerjee is Main Reason of Every Problems Says Dilip Ghosh
CM Mamata Banerjee is Main Reason of Every Problems Says Dilip Ghosh ()

টেট ও এসএসসি নিয়োগ, থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার এমনকি রাজ্যে ভারী শিল্প না আসা (Mamata Banerjee is Main Reason of Every Problems) ৷ সব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

নিউটাউন, 27 সেপ্টেম্বর: চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি এবং মানুষের মধ্যে সরকারকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, তার মূলে একজনই ৷ আর তিনি হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তাই কোনও সমস্যার সমাধানই এই সরকার করতে পারবেন না ৷ এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ যেখানে, টেট ও এসএসসি নিয়োগ, থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার এমনকি রাজ্যে ভারী শিল্প না আসা সবের মূল রাজ্য মুখ্যমন্ত্রীই দায়ী বলে এ দিন মন্তব্য করেন দিলীপ ঘোষ (Mamata Banerjee is Main Reason of Every Problems) ৷

পাশাপাশি, এ দিন মদন মিত্রকেও একহাত নিয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যের রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষ নানারকম খারাপ কথা বলেন ৷ আর এর আসল কারণ মদন মিত্রের মতো লোকজন ৷ দিলীপের ঘোষ বলেন, ‘‘তাঁর বোঝা উচিত, তিনি একজন সাধারণ মানুষ নন ৷ তিনি এ রাজ্যের মন্ত্রী ছিলেন একটা সময় ৷ তাঁর নিজের আচরণ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ৷ এই কারণেই লোকজন রাজনীতিবিদদের নিয়ে উলটোপাল্টা কথা বলেন ৷ কেন বলেন, সেটা মদন মিত্রের মতো লোকেদের দেখলেই বোঝা যায় ৷ পাশাপাশি, মদন মিত্রকে জেল খাটার প্রসঙ্গ টেনেও নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

রাজ্যে সব সমস্যার মূলে মুখ্যমন্ত্রী, তোপ দিলীপের

পুজো উদ্বোধনে গিয়ে ভুল মন্ত্র উচ্চারণ করা নিয়েও এ দিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, এই কারণেই বাংলার সংস্কৃতির দিন দিন অধঃপতন ঘটছে ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘উনি তো ঊর্দূ, তামিল, তেলেগু সব জানেন ৷ কেবল সংস্কৃতটাই জানেন না ৷ পাপ করেছেন বলে মুখ দিয়ে শুদ্ধ সংস্কৃতটা বেরয় না ৷ আর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে গায়েত্রী মন্ত্র উচ্চারণ করা, আসলে পুরোটাই প্রচার সর্বস্ব বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: শীঘ্রই এসএসসিতে নিয়োগ শুরু, শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় প্রায় 1404 শূন্যপদ

পাশাপাশি, ভুল মন্ত্র উচ্চারণের দায় অন্যের ঘাড়ে ঠেলে দেওয়া নিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘মুখ্য়মন্ত্রীকে পিছন থেকে কেউ মন্ত্র বলে দেন ৷ এ বার উনি শুনতে পাননি ৷ এই ধরনের ওঁচা কাজ মুখ্যমন্ত্রীকে শোভা দেয় না ৷ আর রাজ্যের মানুষ তাঁকে অনেক আশা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এনেছে ৷ আর তিনি মানুষের বিশ্বাসে জল ঢেলে, বাংলার সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করছেন ৷’’

আরও পড়ুন: কেন্দ্রের টাকা ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যবহার, অভিযোগ শুভেন্দুর

পাশাপাশি, সাড়ে পাঁচশো দিনের বেশি সময় ধরে এসএসসি চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন ৷ তাঁদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই সরকার চাকরি দেবে না ৷ দিলে আদালতই দেবে ৷ বিচারপতি বলছেন, এত বড় দুর্নীতি দেখেননি ৷ উনি ন্যায় দেওয়ার চেষ্টা করছেন ৷ প্রক্রিয়া চলছে ৷ চাকরিপ্রার্থীদের এই লড়াইকে সম্মান করি ৷ পাশে আছি ৷ শুধু একটাই অনুরোধ করব, পুজোয় আন্দোলন না করে পরিবারকে সময় দিন ৷

আর এই সব সমস্যার সমাধান অন্তত এই সরকারের আমলে সম্ভব নয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, এই সবকিছুর সমাধান না হওয়ার একমাত্র কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ কারণ, তিনিই এই সব সমস্যার মূলে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

Last Updated :Sep 27, 2022, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.