ETV Bharat / state

Dilip Ghosh : "আমার কর্মীর গায়ে হাত দিলে বুকে পা তুলে দেব", ফের বিস্ফোরক মন্তব্য দিলীপের

author img

By

Published : Sep 9, 2021, 6:56 PM IST

বিজেপি নেতা দেবদত্ত মাঝির হোমগার্ডকে চড় মারা থেকে ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া ৷ এরকম একাধিক বিষয়ে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

কলকাতা, 9 সেপ্টেম্বর : ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নেওয়ার সময় বিজেপি নেতা দেবদত্ত মাঝির বিরুদ্ধে হোমগার্ডকে চড় মারার অভিযোগ ওঠে ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, ওই বিজেপি কর্মী এক হোমগার্ডকে চড় মারছে ৷ আর বিজেপি কর্মীর এই কাজকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ বলেন, ওই বিজেপি কর্মী যা করেছেন ঠিক করেছেন ৷ এই মন্তব্যের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ৷ তাঁর কর্মীর গায়ে কেউ হাত তুললে, তিনি তার বুকে পা তুলে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দেন ৷

প্রায় 4 মাস পর ভোট পরবর্তী হিংসা মামলায় মৃত অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ পেল তাঁর পরিবার । হাইকোর্টের নির্দেশে আজ তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেয় প্রশাসন । বিজেপির সদর কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির নেতৃত্ব । কিন্তু, দেহ নিয়েও চরম উত্তেজনা ছড়ায় ৷ বিজেপি নেতা দেবদত্ত মাঝির বিরুদ্ধে হোমগার্ডকে চড় মারার অভিযোগ ওঠে ৷ সেই প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন,"তিনি একজন বিজেপির বিধায়ক, প্রতিনিধি । তাঁর সঙ্গে পুলিশ যদি দুর্ব্যবহার করে, তাঁকে তুই তোকারি করে, তাঁরও প্রতিবাদ করার অধিকার আছে । পুলিশ যদি তৃণমূলের ক্যাডার হয়ে যায়, তা হলে ক্যাডারের মতো ব্যবহার পাবে ।" আজ রাজ্য দফতর থেকে বেরিয়ে এই বিষয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ৷ বলেন,"আমার কর্মীর গায়ে যে হাত দেবে, আমার নেতাকে কেউ অপমান করবে । দিলীপ ঘোষ তার বুকে পা তুলে দেবে ৷ "

আরও পড়ুন, BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

অন্যদিকে, এখনও পর্যন্ত ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দিতে পারেনি বিজেপি ৷ বিরোধীরা বলছে, মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে বিজেপি ৷ ঠিক কি তাই ? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় পার্টি । একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রার্থী তালিকা ঘোষণা হবে । যে সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই বিজেপি প্রার্থী মনোনয়নও করবে । প্রচারও হবে । পার্লামেন্টারি একটি কমিটি আছে । সেই কমিটিকে তো এক জায়গায় আসতে হবে । এই কমিটিতে হোম মিনিস্টার আছেন । প্রধানমন্ত্রী আছেন । তারা একজায়গায় না বসলে তো আর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না । এই কেন্দ্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছি । তাই সেখানে সেই ধরনের প্রার্থী হওয়া উচিত ।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভবানীপুর থেকেই 24-এর শুরু ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের কথা স্মরণ করিয়ে দেন ৷ বলেন, "এত তাড়াতাড়ি নন্দীগ্রাম ভুলে গেলেন । আবার শুরু হবে ভবানীপুর থেকে । বুঝিয়ে দিয়েছে মেদিনীপুরের লোক । কার দম কতটা । যদি নন্দীগ্রামে হতে পারে । তা হলে ভবানীপুরেও হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.