ETV Bharat / state

দৈনিক সংক্রমণ নেমে গেল 10 হাজারে

author img

By

Published : May 31, 2021, 8:25 PM IST

রাজ্যে করোনা সংক্রমণের নিম্নমুখী গ্রাফ অব্যাহত ৷

daily corona cases in west bengal
daily corona cases in west bengal

কলকাতা, 31 মে : স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গেল দশ হাজারে ৷ মে মাসের শুরুর দিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা তুঙ্গে উঠেছিল ৷ পয়লা মে সাড়ে সতেরো হাজারের বেশি মানুষ আক্রান্ত হন ৷ রাজ্যে কড়া বিধিনিষেধের কারণে সংখ্যাটা 10 হাজারে এসে পৌঁছেছে ৷

আক্রান্তের পাশাপাশি কমছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 10 হাজার 137 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 11 হাজার 284 ৷ মৃত্যু হয়েছে 131 জনের ৷ গতকালের থেকে অনেকটাই কম ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 142 জন ৷ পাশাপাশি রোজই বাড়ছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 856 জন ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 92.55 শতাংশ ৷ এদিন 58 হাজার 843 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

রাজ্যের সংক্রমণের হার কমলেও উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ গত 24 ঘণ্টায় কলকাতা লাগোয়া জেলাটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 376 জন ৷ মৃত্যু হয়েছে 33 জনের ৷ তবে গতকালের থেকে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশ কমেছে ৷ মহানগরীতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 324 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 হাজার 830 ৷ মৃতের সংখ্যা 28 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.