ETV Bharat / state

Columbine Butterfly: বক্সার জঙ্গলে কলোম্বাইন প্রজাপতির হদিশ, উচ্ছ্বসিত বন দফতর

author img

By

Published : Nov 17, 2022, 4:09 PM IST

columbine butterfly found in Buxa Forest
বক্সার জঙ্গলে কলোম্বাইন প্রজাপতির হদিশ, উচ্ছ্বসিত বন দফতর

বক্সার জঙ্গলে (Buxa Forest) দেখা মিলল কলোম্বাইন প্রজাপতির (Columbine Butterfly)৷ এই প্রথমবার রাজ্যে দেখা মিলল এই বিরল প্রজাতির প্রজাপতির ৷

কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গে প্রথমবার দেখা পাওয়া গেল কলোম্বাইন প্রজাপতির (Columbine Butterfly)। রাজ্যের উত্তর প্রান্তে বক্সার জঙ্গলে (Buxa Forest) এই প্রজাপতির হদিশ মিলেছে ৷ রিওডিনিডি (মেটালমার্ক) গোত্রের এই প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম স্টিবোজেস নিম্ফিডিয়া । গত কয়েক বছরে কলোম্বাইন প্রজাপতি নজরে আসার বেশ কিছু উল্লেখ পাওয়া গেলেও, সে সবই অরুণাচল প্রদেশে । বক্সা তথা পশ্চিমবঙ্গ প্রথমবার এই অসামান্য সুন্দর প্রজাপতির অস্তিত্বের সাক্ষী হল । কলোম্বাইন প্রজাপতির হদিশ মেলায় খুশি বক্সার বনাধিকারিকরা ।

তবে কলোম্বাইন প্রজাপতির হদিশ বনাধিকারিকরা পাননি । কয়েকদিন আগে কলকাতা থেকে একদল পর্যটক পাড়ি দেন বক্সার জঙ্গলের দিকে । বক্সায় থাকাকালীন পর্যটক দলটির অন্যতম সদস্য অনীশ বেরা ট্রেকিং-এর উদ্দেশ্যে বক্সার উপর অংশের পাহাড়গুলির দিকে যাত্রা করেন । আর সেই সময়েই তাঁর নজরে আসে একটি কলোম্বাইন প্রজাপতি । তিনি ছবিও তোলেন । পরে সামাজিক মাধ্যেমে ছবি পোস্ট করতেই বনকর্মীদের নজরে আসে বিষয়টি ।

অনীশ বেরা বলেন, "আমরা লেপচাখা থেকে ট্রেকিং করতে করতে ঘোড়াইডুঙ্গা পৌঁছই । সেখানেই বিশ্রাম নেওয়ার সময় সুন্দর দেখতে প্রজাপতি নজরে আসে । সঙ্গে সঙ্গে ছবিও তুলে রাখি । ট্রেকিং শেষে নিচে নামার পর প্রজাপতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি । তখনই জানতে পারি সুন্দর দেখতে এটি কলোম্বাইন প্রজাপতি । প্রজাপতিটির শরীরে স্ত্রী ও পুরুষ উভয় বৈশিষ্ট্যের সহাবস্থান দেখা যায়। অর্থাৎ এই ধরনের প্রজাপতি অর্ধেক পুরুষ অর্ধেক নারী ।"

আরও পড়ুন: পরিযায়ী প্রজাপতির ডানায় রঙিন শান্তিনিকেতনের লালবাঁধ ঝিল লাগোয়া জঙ্গল

বক্সা ব্রাঘ্য প্রকল্পের প্রজাপতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তমঘ্ন সেনগুপ্ত ফোনে ইটিভি ভারতকে বলেন, "বক্সা ব্যাঘ্র প্রকল্পে 550-রও বেশি ধরনের প্রজাপতি আছে । তার মধ্যে 408 প্রজাতির প্রজাপতি চিহ্নিত আছে । তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বইও প্রকাশ করা হয়েছে । এ বার সেই তালিকায় কলোম্বাইন প্রজাপতি যুক্ত হল । আগামীতে আরও নতুন নতুন প্রজাপতির সন্ধান মিলবে আশা করি ।"

তিনি আরও বলেন, "এই বিরল প্রজাতির প্রজাপতির বসবাস পাহাড়ী দুর্গম এলাকায় । অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসমে এই ধরনের প্রজাপতির সন্ধান মিলতে পারে । আমরা আগামীতে আবারও সমীক্ষা শুরু করব । এই এলাকায় জীব বৈচিত্র্য খুব ভালো ।"

ছবি সৌজন্য: অনীশ বেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.