ETV Bharat / state

পরিযায়ী প্রজাপতির ডানায় রঙিন শান্তিনিকেতনের লালবাঁধ ঝিল লাগোয়া জঙ্গল

author img

By

Published : Sep 24, 2020, 10:59 PM IST

Updated : Sep 24, 2020, 11:38 PM IST

শান্তিনিকেতনে 10 থেকে 11 রকমের পরিযায়ী প্রজাপতি আসে ৷ পরিযানে লেগে যায় তিন প্রজন্ম ৷ জানালেন প্রজাপতি গবেষক সমীরণ নন্দী ৷

Migratory butterflies
Migratory butterflies

শান্তিনিকেতন, 24 সেপ্টেম্বর : পাখির মতোই এ হল পরিযায়ী প্রজাপতি ! প্রতি বছর প্রায় 60 রকমের পরিযায়ী প্রজাপতি আসে ভারতে । এ রাজ্যে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে 10 থেকে 11 রকমের পরিযায়ী প্রজাপতি আসে ৷ বছরে দু'বার । পাখিদের কারণ জানা, কিন্তু প্রজাপতি পরিযায়ী হয় কেন ?

বিশেষজ্ঞেরা বলছেন, প্রধানত খাদ্যাভাব ৷ আরও কারণ রয়েছে । তবে সবচেয়ে অবাক করা কাণ্ড, পরিযানকালীন প্রজাপতির দুই থেকে তিনটি প্রজন্মের জন্ম হয়ে যায় ৷ এভাবেই শান্তিনিকেতনে পৌঁছায় মধু শিকারী রঙিন ডানা । তাহলে মাঝপথে সদ্য জন্ম নেওয়া প্রজাপতি কীভাবে রাস্তা চেনে ?

প্রজাপতি গবেষক সমীরণ নন্দী জানান, এখনও স্পষ্ট নয় । গবেষণা চলছে ৷

গত 30 বছর প্রজাপতি নিয়ে গবেষণা করছেন এলাকায় "ছবি শিকারী" বলে পরিচিত শান্তিনিকেতনের বাসিন্দা সমীরণ নন্দী । সমীরণবাবুর জানান, গোটা পৃথিবীতে প্রায় এক থেকে দেড় হাজার প্রজাতির পরিযায়ী প্রজাপতি রয়েছে । তবে, ভারতবর্ষে 60 রকমের পরিযায়ী প্রজাপতির দেখা মেলে । পরিযায়ী প্রজাপতির মধ্যে দীর্ঘতম পরিযানে সক্ষম আমেরিকার 'মোনার্ক' । এরা 5 হাজার কিলোমিটার পর্যন্ত পরিযানে সক্ষম । কমপক্ষে 6 প্রজন্ম সময় লেগে যায় এই পরিযানে, মানে পথ অতিক্রমণে । তবে শান্তিনিকেতনে যেসব পরিযায়ী প্রজাপতি আসে তারা দুই থেকে তিন প্রজন্মেই এখানে এসে পৌঁছায় । পাখির পরিযানের কারণ আবহাওয়া, খাদ্যাভাব, অনেক ক্ষেত্র প্রজনন ৷ প্রজাপতির পরিযান কেন ?

কেন শান্তিনিকেতনেই আসে পরিযায়ী প্রজাপতি ?

প্রজাপতি গবেষক সমীরণ নন্দীর উত্তর, "বিষয়টা এক ৷ খাদ্যের অভাব হলে, আবহাওয়া পরিবর্তন হলে অথবা প্রজননের জন্য প্রজাপতি পরিযায়ী হতে বাধ্য হয় ।"

সমীরণবাবু আরও জানান, "শান্তিনিকেতনে বর্ষাকাল ও শীতকালে পরিযায়ী প্রজাপতির দেখা মেলে । একেকটি প্রজাতির প্রজাপতি নির্দিষ্ট গাছে প্রজনন করে ৷ ওই গাছের ফুলের রস খায় । সেই গাছের খোঁজেই আসে ওরা । এছাড়াও বেশি শীত অথবা বেশি বৃষ্টি হলে সেই স্থান ত্যাগ করে প্রজাপতি ৷"

সমীরণ নন্দী জানান, শান্তিনিকেতনের লালবাঁধ ঝিল লাগোয়া জঙ্গল প্রজাপতির প্রাকৃতিক উদ্যান । এখানে বছরে দু'বার 10 থেকে 11 রকমের পরিযায়ী প্রজাপতি আসে । যার মধ্যে অন্যতম ব্লু টাইগার, কমন ইমিগ্রেন্ট, কমন রোজ, পেইন্টেড লেডি, ক্রো, কমন ক্রো, লেমন পেনজি, প্লেন টাইগার, ফাইবার সোড টেল, কমন মর্মন, টোয়েন কোস্টার প্রভৃতি ৷ শান্তিনিকেতনের অবস্থান পাহাড় ও সমুদ্রের মধ্যবর্তী দূরত্বে হওয়ায় পাখি থেকে প্রজাপতি, সকলেই প্রজননের জন্য এখানে আসে । আর এই আসার পথে দুই থেকে তিন প্রজন্ম গড়িয়ে যায় ! সেখানেই প্রশ্ন, মাঝপথে সদ্য জন্ম নেওয়া প্রজাপতিরা কীভাবে চেনে পথ !

প্রকৃতি প্রেমিক ও প্রজাপতি গবেষক সমীরণ নন্দীর আক্ষেপ, "প্রজাপতি নিয়ে ভারতবর্ষে তেমন গবেষণা হয় না ! দক্ষিণ ভারতে কিছুটা হয় ৷ এইসব বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে । "

Last Updated : Sep 24, 2020, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.