ETV Bharat / state

পরীক্ষায় খারাপ ফল, মা-বাবার বকুনির জেরে আত্মঘাতী ছাত্রী

author img

By

Published : Jan 5, 2020, 2:58 AM IST

P 28, বাঁশদ্রোণী এলাকার কালিতলা পার্কে বাড়ি পিউ সাহার । এবার ক্লাস সিক্স থেকে সেভেনের বার্ষিক পরীক্ষায় ভালো ফল না হওয়ায় বাবা-মা বকাবকি করেন । অনুমান এর জেরেই আত্মহত্যা করে সে । তবে আত্মহত্যার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ছবি
ছবি

কলকাতা, 5 জানুয়ারি : ক্লাসে প্রথম হত । কিন্তু ক্লাস সিক্স থেকে সেভেনের বার্ষিক পরীক্ষায় এবার ভালো ফল হয়নি । বিষয়টি মেনে নিতে পারেনি ওই ছাত্রী । বাবা-মা বকাবকি করেন । এদিকে রেজাল্ট নিয়েও সমস্যা তৈরি হয় । কোথাও যেন মানসিকভাবে ভেঙে পড়েছিল সে । শেষমেশ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাঁশদ্রোণীর পিউ সাহা । গতকাল সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।

পিউয়ের বাড়ি P 28, বাঁশদ্রোণী এলাকার কালিতলা পার্কে । বাঁশদ্রোণীরই একটি স্কুলে পড়াশোনা করত । ভালো ছাত্রী ছিল পিউ । পড়াশোনার জন্য গৃহশিক্ষক পরিমলেন্দু সিংহ রায়ের বাড়িতেই বেশিরভাগ সময় থাকত । পরিমলবাবুকে জেঠু বলে ডাকত সে । সব কিছু ঠিকঠাক চলছিল । তবে এবারের সিক্স থেকে সেভেনের বার্ষিক পরীক্ষার ফল কোথাও যেন একটা ধাক্কা দিয়েছিল পিউকে । বাড়িতে বাবা-মাও বকাবকি করেন । তবে এই খারাপ ফল নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে । জানা গেছে, রেজাল্ট বেরোনোর পর মার্কশিট নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে যায় পিউ । সেখানে প্রধান শিক্ষক একজন ক্লার্ককে দিয়ে তার মার্কশিটের কিছু নম্বর সংশোধন করান । এরপর ভরতি হতে গেলে নতুন সমস্যার সম্মুখীন হয় পিউ । সুইসাইড নোট অনুযায়ী, ভরতির সময় তার সেই ঠিক করে দেওয়া মার্কশিটকে কেউ গুরুত্ব দেয়নি । পিউর কথায়, সবাই মজা করছিল তার মার্কশিট নিয়ে । কেউ বিশ্বাস করেনি এটি প্রধান শিক্ষক ঠিক করে দিয়েছেন । রেজাল্ট, ভরতিতে সমস্যা তার উপর বাবা-মার বকুনি । আর সহ্য করতে পারেনি বছর তেরোর পিউ । এর জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সে । পরে আত্মহত্যা করে ।

জেঠুর উদ্দেশ্যে লেখা চিঠিতে পিউ লিখেছে, জেঠু তুমি আমার কথাটা খুব ভালো করে শুনবে । আমি স্কুলে গিয়ে হেড স্যারের কাছে যাব । বলব, আপনি হয়তো জানেন না তাই জানাতে এলাম । আমি গতকাল ভরতি হতে এসেছিলাম । কিন্তু আমায় ভরতি নেওয়া হয়নি । কারণ, আপনি যে ক্লার্ককে দিয়ে মার্কশিটটা ঠিক করে দিয়েছিলেন তিনি স্কুলে আসেননি । তাই কেউ বিশ্বাস করছে না যে আপনি সেটা ঠিক করিয়েছেন । সবাই বলছে ওটা না কি আমি নিজে ঠিক করেছি । আমাদের ক্লাসের দুই সহপাঠী আমার বাড়ি গিয়ে বাবা-মাকে বলে এসেছে, আমি না কি টুকলি করছি । এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে । আমি আপনার কাছে অনুরোধ করব, ওই মেয়েগুলি যেন শাস্তি পায় । আর আমি আমার মার্কশিটটা যদি ফ্রেশ করে পাই, তবে খুব উপকার হয় । আমি এই স্কুল থেকে TC নিতে চাই ।

গতকাল সকালে পরিমলেন্দুবাবুর বাড়ি থেকেই উদ্ধার হয় পিউর দেহ । তড়িঘড়ি খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ । অনুমান, বকুনি ও সামগ্রিত পরিস্থিতির জেরেই আত্মহত্যা করে পিউ । তবে থেকে যাচ্ছে কিছু প্রশ্ন । খতিয়ে দেখা হচ্ছে সুইসাইড নোট । রেজাল্ট নিয়ে ঠিক কী সমস্যা ছিল তাও স্পষ্ট নয় । এক্ষেত্রে প্রধান শিক্ষকই বা কেন কোনও পদক্ষেপ করলেন না । পরিমলেন্দু সিংহ রায়ের বাড়িতে থেকে কেন পড়াশোনা করত এই ছাত্রী তাও স্পষ্ট নয় । এবিষয়ে, মৃতের বাবা ও পরিমলেন্দু সিংহ রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:Body:ছবিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.