ETV Bharat / state

Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভই সিবিআইয়ের হাতিয়ার

author img

By

Published : Sep 2, 2021, 5:24 PM IST

মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনার আগে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করেছিলেন ৷ যেখানে দুষ্কৃতী হামলার বেশ কিছু প্রমাণ পেয়েছেন সিবিআই আধিকারিকরা ৷

CBI Use Fackbook Live Video of BJP Worker Abhijit Sarkar for Post Poll Violence Investigation
সিবিআই’র হাতিয়ার মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভ

কলকাতা, 2 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভকে হাতিয়ার করছে সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেসবুক লাইভের ওই ভিডিয়োটিকে ব্যবহার করে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ৷ প্রসঙ্গত, কলকাতার কাঁকুড়গাছির বাসিন্দা মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকার মৃত্যুর আগে ফেসবুক লাইভ করেন ৷ যে ভিডিয়োতে দেখা গিয়েছিল দুষ্কৃতীরা তাঁর বাড়ির বাইরে চড়াও হয়েছিল ৷ সেখানে অভিজিৎ সরকারকে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালীর নাম বলতে শোনা গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

জানা গিয়েছে, মৃত অভিজিৎ সরকারের ফেসবুক লাইভের ওই কথাগুলিকে ইতিমধ্যেই তদন্তের ক্ষেত্রে ব্যবহার করেছে সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, দুষ্কৃতীরা অভিজিৎ সরকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিল এবং সেই সঙ্গে তাঁর উপর অত্যাচার চালানো হয়েছিল, সেই প্রমাণ সিবিআই পেয়েছে ৷ পাশাপাশি ওই ভিডিয়ো অনুযায়ী দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে । এমনকি ভিডিয়োটিতে বোমার শব্দও পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে । ফলে সংশ্লিষ্ট ফেসবুক লাইভের ভিডিয়োটি তদন্তের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে তদন্তকারী সিবিআই আধিকারিকদের অনুমান ৷

আরও পড়ুন : Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ফলে আইনিভাবে ভিডিয়োটিকে ব্যবহার করতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের মৃত্যুর আগের জবানবন্দি হিসাবে ব্যবহার করা হতে পারে ভিডিয়োটি ৷ ফলে সেটি খুনের অন্যতম সাক্ষ্য প্রমাণ হিসেবে ওই ফেসবুক লাইভ ভিডিয়োটিকে কাজে লাগাবে সিবিআই ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিডিয়োটি ব্যবহার করতে পারলে, সেটি আদালতে ভোট পরবর্তী হিংসার জোরালো প্রমাণ হবে ৷ পাশাপাশি সিবিআইয়ের নজরে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ৷ সেই সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে । ফলে এই সাক্ষ্য প্রমাণ ব্যবহার করে তাদেরও বাগে আনতে চাইছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.