ETV Bharat / state

Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভই সিবিআইয়ের হাতিয়ার

author img

By

Published : Sep 2, 2021, 5:24 PM IST

CBI Use Fackbook Live Video of BJP Worker Abhijit Sarkar for Post Poll Violence Investigation
সিবিআই’র হাতিয়ার মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভ

মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনার আগে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করেছিলেন ৷ যেখানে দুষ্কৃতী হামলার বেশ কিছু প্রমাণ পেয়েছেন সিবিআই আধিকারিকরা ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভকে হাতিয়ার করছে সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেসবুক লাইভের ওই ভিডিয়োটিকে ব্যবহার করে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ৷ প্রসঙ্গত, কলকাতার কাঁকুড়গাছির বাসিন্দা মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকার মৃত্যুর আগে ফেসবুক লাইভ করেন ৷ যে ভিডিয়োতে দেখা গিয়েছিল দুষ্কৃতীরা তাঁর বাড়ির বাইরে চড়াও হয়েছিল ৷ সেখানে অভিজিৎ সরকারকে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালীর নাম বলতে শোনা গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

জানা গিয়েছে, মৃত অভিজিৎ সরকারের ফেসবুক লাইভের ওই কথাগুলিকে ইতিমধ্যেই তদন্তের ক্ষেত্রে ব্যবহার করেছে সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, দুষ্কৃতীরা অভিজিৎ সরকারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিল এবং সেই সঙ্গে তাঁর উপর অত্যাচার চালানো হয়েছিল, সেই প্রমাণ সিবিআই পেয়েছে ৷ পাশাপাশি ওই ভিডিয়ো অনুযায়ী দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে । এমনকি ভিডিয়োটিতে বোমার শব্দও পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে । ফলে সংশ্লিষ্ট ফেসবুক লাইভের ভিডিয়োটি তদন্তের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে তদন্তকারী সিবিআই আধিকারিকদের অনুমান ৷

আরও পড়ুন : Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ফলে আইনিভাবে ভিডিয়োটিকে ব্যবহার করতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের মৃত্যুর আগের জবানবন্দি হিসাবে ব্যবহার করা হতে পারে ভিডিয়োটি ৷ ফলে সেটি খুনের অন্যতম সাক্ষ্য প্রমাণ হিসেবে ওই ফেসবুক লাইভ ভিডিয়োটিকে কাজে লাগাবে সিবিআই ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিডিয়োটি ব্যবহার করতে পারলে, সেটি আদালতে ভোট পরবর্তী হিংসার জোরালো প্রমাণ হবে ৷ পাশাপাশি সিবিআইয়ের নজরে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ৷ সেই সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে । ফলে এই সাক্ষ্য প্রমাণ ব্যবহার করে তাদেরও বাগে আনতে চাইছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.