ETV Bharat / state

Primary Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে স্বেচ্ছায় অবসর চেয়ে আদালতে আর্জি সিবিআইয়ের ধর্মবীর সিংয়ের

author img

By

Published : Mar 31, 2023, 3:49 PM IST

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের তত্ত্বাবধানে চলছে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের তদন্ত ৷ ওই তদন্তে নিযুক্ত সিবিআইয়ের এক আধিকারিক তদন্ত থেকে স্বেচ্ছা অবসর চান ৷ এই নিয়ে সিবিআইয়ের তরফে শুক্রবার আদালতে আবেদন করা হয় ৷ বিচারপতি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন ৷

Primary Recruitment Scam
Primary Recruitment Scam

কলকাতা, 31 মার্চ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নিযুক্ত সিবিআই অফিসার ধর্মবীর সিং স্বেচ্ছাবসর নিতে চান তদন্ত থেকে ৷ সেই অনুমতির জন্য শুক্রবার আদালতের কাছে আর্জি জানালেন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । প্রাথমিক শিক্ষক নিয়োগ-সহ সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ।

তাঁর নির্দেশে সিবিআইয়ের একটি সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তের কাজে নিযুক্ত রয়েছে ৷ সিটের সদস্যরা অন্য কোনও মামলার তদন্তের সঙ্গে যুক্ত নয় । সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসার ধর্মবীর প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত ছিলেন বলে এদিন আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন । পাশাপাশি তদন্তের কাজে বেশি করে বাঙালি অফিসারদের নিয়োগ করা যায় কি না, সেই বিষয়েও তিনি ভাবছেন বলে এদিন জানান বিচারপতি ।

উল্লেখ্য, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা ছড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অভিযোগ তোলেন । সেখানে ‘সৎ রঞ্জন’ নামে এক ব্যক্তির কথাও উল্লেখ করেছিলেন তিনি । তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে এজলাসে ডেকে তাঁর পরমর্শ মতোই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে স্পেশাল টিম গঠন করার নির্দেশ দিয়েছিলেন ।

তার আগে বিচারপতি বেশ কয়েকবার সিবিআইয়ের তদন্তে নিজের অসন্তোষ ব্যক্ত করেছিলেন । এরপর বিচারপতি সিবিআইয়ের শীর্ষকর্তাকে আদালতে ডেকে জানিয়েছেন, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে স্পেশাল টিম গঠন করতে চান । যে দলের সদস্যদের তদন্ত চলাকালীন অন্য কোথাও বদলি করা যাবে না । পাশাপাশি আদালতের তত্ত্বাবধানেই হবে পুরো তদন্তের কাজ ।

প্রসঙ্গত, প্রাথমিক-সহ স্কুলে একাধিক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই ৷ সেই তদন্তে এখন যুক্ত হয়েছে ইডি ৷ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একাধিক সন্দেহভাজন গ্রেফতার হয়েছে ৷ উদ্ধার হয়েছে কোটি কোটি-সহ আরও অনেক হয়েছে ৷ ধৃতদের তালিকায় পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্যের মতো হেভিওয়েটরাও রয়েছেন ৷

আরও পড়ুন: 2016 এসএসসি দর্শনের দু'টি প্রশ্নের উত্তর বদল কার নির্দেশে ? কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.