ETV Bharat / state

Cal HC nod to Abhishek Interrogation: জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি, অভিষেক-কুন্তলকে 50 লাখ টাকা জরিমানা

author img

By

Published : May 18, 2023, 12:02 PM IST

Updated : May 18, 2023, 2:38 PM IST

Cal HC nod to Abhishek Interrogation
অভিষেক

সিবিআই ও ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ শুধু তাই নয়, অভিষেক ও কুন্তল ঘোষকে দিতে হবে 50 লাখ টাকা জরিমানা ৷ এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

অভিষেক-কুন্তলকে 50 লাখ টাকা জরিমানা

কলকাতা, 18 মে: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ও ইডি ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সিনহা । শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ এড়াতে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আপিল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে তাঁর যাবতীয় আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ৷ এই রায়ের ফলে সিবিআই বা ইডির অভিষেককে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আর কোনও বাধা রইল না ৷ তদন্তের প্রয়োজনে যে কোনও সময় তারা তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ৷

একইসঙ্গে আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ দুজনকেই 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

ইডি-সিবিআই তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে, নিম্ন আদালতে একটি চিঠি দিয়ে এমনটাই দাবি করেছিলেন হেফাজতে থাকা তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ । সেইসঙ্গে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি । সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রয়োজন হলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা ।

সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । পরে শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলা সরে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে । বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছিল সেই মামলার শুনানি । শুনানির দিনই বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছিলেন যে, সিবিআই ও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন কেন জিজ্ঞাসাবাদ করেনি ৷ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল । আজ সেই মামলার রায় দিলেন বিচারপতি সিনহা ৷

আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলা থেকে অব্যাহতি চেয়ে অভিষেকের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত

Last Updated :May 18, 2023, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.