ETV Bharat / state

Cal HC on Abhishek Plea: কুন্তলের চিঠি মামলা থেকে অব্যাহতি চেয়ে অভিষেকের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত

author img

By

Published : May 16, 2023, 3:08 PM IST

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি মঙ্গলবার শেষ হল কলকাতা হাইকোর্টে ৷ তিনি ওই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ৷ শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত ৷

Cal HC on Abhishek Plea
Cal HC on Abhishek Plea

কলকাতা, 16 মে: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শেষ হয়েছে । তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা । কিন্তু অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে কোনও স্থগিতাদেশ তিনি দেননি । এ দিন সিবিআই ও ইডি মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্টও পেশ করেছে ।

ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "কুন্তল যে চিঠিটা লিখেছিলেন, তা কোনোভাবেই ‘জেল কোড রুল’ মেনে লেখা হয়নি । এই চিঠি কোনোভাবে লিগ্যাল অভিযোগ পত্রের আওতায় পড়ে না । একবার আদালতে চিঠি দিয়ে সেটার মীমাংসার আগেই থানায় চিঠি দেওয়া হল । যা আইনত করা যায় না ।" অন্যদিকে কুন্তলের আইনজীবীর বক্তব্য, ‘‘কুন্তলের চিঠির পরবর্তীকালে এত কিছু হয়ে গেল, আদালত নির্দেশ দিয়ে দিল । এদিকে কুন্তল ঘোষকে মামলাতে যুক্তই করা হল না ।"

প্রসঙ্গত, অভিষেক কলকাতার একটি জনসভা থেকে দাবি করেছিলেন দুর্নীতিতে তৃণমূলের কেউ গ্রেফতার হলেই, ধৃতকে দিয়ে তাঁর নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ পরে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ দাবি করেন, ইডি তাঁর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে ৷ আদালত ও পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ করেন কুন্তল ৷

তাঁর সেই চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক ৷ মামলা হাইকোর্টে ফিরিয়ে দিলেও বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ সেই মামলার শুনানিই শেষ হল মঙ্গলবার ৷

চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দোষ হবেন, তাহলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কেন ? বিচারপতি অমৃতা সিনহা সিবিআই ও ইডির কাছে পালটা জানতে চেয়েছিলেন, 28 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর সিবিআই ও ইডি কী করেছে এতদিনে ? এই বিষয়টি নিয়ে ওই দুই এজেন্সিকে আদালতকে বিষয়টি জানাতে বলেছিলেন । সেই মতো তারা এ দিন একটি রিপোর্ট দিয়েছে আদালতে ।

পাশাপাশি বিচারপতি জানতে চেয়েছিলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ? যদিও তারা তার স্বপক্ষে তেমন জোরালো যুক্তি খাড়া করতে পারেনি । সিবিআই ও ইডি আদালতের নির্দেশের দিকে তাকিয়ে ছিল বলে জানান তাদের আইনজীবী । এদিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি । ফলে দেখার শেষ পর্যন্ত আদালত কী রায় দেয় !

আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে এখনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.