ETV Bharat / state

Cal HC on Abhishek Plea: কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে এখনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

author img

By

Published : May 12, 2023, 2:49 PM IST

Updated : May 12, 2023, 3:01 PM IST

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা, 12 মে: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে গতকালই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সেই মামলার দীর্ঘ শুনানির পরও নিস্পত্তি হল না সেই আবেদনের । কারণ সিবিআই, ইডি আগামী সোমবার তাদের বক্তব্য জানাবে আদালতকে । এ দিন তারা অভিযোগ করে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ত্রুটিপূর্ণ । তাই তাদের বক্তব্য জানাতে সময় দেওয়া হোক ।

সোমবার ফের এই মামলার শুনানি হবে ৷ তবে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা । এ দিন অভিষেকের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "সিবিআই-ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানাতেই কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আমাদেরকে কিছু না জানিয়েই বিচারপতি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই ।"

তিনি আরও বলেন, বিচারপতি একতরফা নির্দেশ দিয়েছেন । তাঁর প্রশ্ন, "একজন বিচারপতি কি কোনও ভাবে কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারেন ? সেটা খারাপ হোক বা ভালো হোক ?" অভিষেকের আইনজীবী আরও বলেন, বিচারপতি বিচারাধীন মামলা নিয়ে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাঁকে এই দুটি মামলা থেকে সরিয়ে দিয়েছে । সাক্ষাৎকারের বক্তব্যটা খতিয়ে দেখার আর্জি জানান তিনি ।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ আলিপুর আদালতের বিচারক ও হেস্টিংস থানায় লিখিত চিঠি দিয়ে অভিযোগ করেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে জোর করছে সিবিআই ও ইডি । তারপর রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় । ঠিক একইভাবে কলকাতার শহীদ মিনার ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উল্লেখ করেন, জেলবন্দি বেশ কয়েকজনকে তাঁর নাম বলতে জোর করা হচ্ছে ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুই বক্তব্যের মধ্যে কোথাও যোগসুত্র আছে কি না তা খতিয়ে দেখতে সিবিআই ও ইডিকে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেন । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্ট মামলা পুনরায় হাইকোর্টেই ফেরত পাঠায় ৷ তবে হাইকোর্টের অন্য বেঞ্চকে এই বিষয়ে মামলা শুনে নিস্পত্তি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ।

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয়

Last Updated :May 12, 2023, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.