ETV Bharat / state

Panchayat Elections 2023: মক্কা থেকে প্রার্থীর মনোনয়ন জমা কাণ্ডে রির্টানিং অফিসারের বিরুদ্ধে কী পদক্ষেপ, কমিশনের রিপোর্ট তলব আদালতের

author img

By

Published : Jul 4, 2023, 10:11 PM IST

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

সৌদি আরবে বসে প্রার্থীর মনোনয়ন জমা ৷ রির্টানিং অফিসারের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তা জানাতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের ৷

কলকাতা, ৪ জুলাই: প্রার্থীর অনুপস্থিতিতে কী করে মনোনয়ন জমা নিলেন রির্টানিং অফিসার ! প্রার্থী বসে রয়েছেন সৌদি আরবে অথচ তাঁর মনোনয়ন জমা পড়েছে এখানে ৷ এই ঘটনা প্রকাশ্যে এসেছিল কয়েকদিন আগেই ৷ সেই ঘটনায় রির্টানিং অফিসারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 19 জুলাই মামলার পরবর্তী শুনানিতে তা কমিশনকে জানাতে নির্দেশ হাইকোর্টের । বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন মঙ্গলবার ।

ঘটনাটি উত্তর 24 পরগনার মিনাখাঁর । শাসকদলের হয়ে প্রার্থী হয়েছিলেন মহরুদ্দিন গাজি ৷ গত 4 জুন হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন প্রার্থী পদের জন্য ৷ প্রথমে তাঁর মনোনয়ন গ্রহণ করে চূড়ান্ত তালিকায় তাঁর নামও প্রকাশ করা হয় । এই তথ্য প্রকাশ্যে আসতেই আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা ৷ তারপরেই কয়েকদিন আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই ব্যক্তির মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে ৷

এদিনও কমিশনের পক্ষ থেকে আদালতে ওই ব্যক্তির মনোনয়ন বাতিলের বিষয়টি জানানো হয় ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হাজির ছিলেন না মহরুদ্দিন গাজি ৷ তাহলে নথিতে তাঁর স্বাক্ষর কী করে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ঘটনায় বড় কোনও চক্রান্ত থাকতে পারে বলেও মনে করেছেন বিচারপতি । এদিন বিচারপতি স্পষ্ট উল্লেখ করেন, "বেআইনি কাজ হয়েছে । তা ধরা পড়েছে । রির্টানিং অফিসার অত্যন্ত গা-ছাড়া মনোভাবের পরিচয় দেখিয়েছেন । কারণ মনোনয়ন জমা করা এবং তা খতিয়ে দেখা হয়েছে ৷ ঘটনাটি দু’বার ওই আধিকারিকের চোখে কি করে এড়িয়ে গেল ?" পুরো বিষয়টায় বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে মক্কায় বসে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর, খারিজ করল কমিশন

বিচারপতি আরও জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ বিষয়টি কোনও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা জরুরি । ইতিমধ্যে বিচারপতি কমিশনকে নির্দেশ দিয়েছেন ঘটনার সমস্ত নথি সংরক্ষণ করতে । বিচারপতি পরের শুনানিতে কমিশনের বক্তব্য জানার পর ঠিক করবেন এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন কিনা সেই বিষয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.