ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে মক্কায় বসে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর, খারিজ করল কমিশন

author img

By

Published : Jun 29, 2023, 8:54 PM IST

Updated : Jun 29, 2023, 9:19 PM IST

Etv Bharat
মনোনয়ন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন

সৌদি আরবের মক্কায় বসে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁর তৃণমূল প্রার্থী ৷ এবার তাঁর মনোনয়ন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা, 29 জুন: সৌদি আরবের মক্কায় বসে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী ৷ এবার তাঁর মনোনয়ন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন। হজ করতে গিয়ে সুদূর সৌদি আরবে বসে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহীরুদ্দিন গাজি। এই তথ্য নজরে আসতেই আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। সেই মামলা সংক্রান্ত রিপোর্ট বুধবার আদালতে জমা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে এই প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় দেশে ছিলেন না। সেই ভিত্তিতেই বাতিল হয়েছে তাঁর মনোনয়ন।

তিনটি গ্রাম পঞ্চায়েত 'জিরো ভ্যালিড নমিনেশন'-এ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যতগুলি মনোনয়ন পত্র জমা পড়েছিল, সবকটিই স্ক্রুটিনি পর্বে বাতিল হয়ে গিয়েছে। অন্যদিকে, মহীরুদ্দিন গাজির মনোনয়ন পত্র খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বাম প্রার্থী ৷ এক্ষেত্রে বিরোধীদের অভিযোগ ছিল, তৃণমূল প্রার্থী রাজ্যে এমনকী দেশেও নেই ৷ অথচ তাঁর মনোনয়ন পত্র যেমন পেশ হয়েছে, তেমনই স্ক্রুটিনি পর্বেও তা পাশ হয়ে গিয়েছে ৷ এরপরই কড়া মন্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট বিডিও এবং কেন্দ্রের অভিবাসন দফতরকেও মামলায় পার্টি করার নির্দেশ দেন বিচারপতি ৷ এরপরের শুনানিতে অবশ্য স্পষ্ট হয়ে যায় যে, ওই তৃণমূল প্রার্থী সৌদিতে বসেই মনোনয়ন পর্ব সম্পন্ন করেন ৷ এমনকী তিনি আগামী 16 জুলাই অর্থাৎ পঞ্চায়েত ভোট পর্ব সাঙ্গ হয়ে যাওয়ার পর দেশে ফিরবেন ৷ এরপরই আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে কমিশনকে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ শেষে এদিন সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওই তৃণমূল প্রার্থীরও মনোনয়ন খারিজ করেছে কমিশন ৷

অর্থাৎ এই তিনটি জায়গায় এই দফায় অর্থাৎ 8 জুলাই ভোট হবে না ৷ তবে ভোটের মূল পর্ব শেষ হওয়ার পর এখানে ফের উপ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লক গোথন এবং অপরটি মালদহ জেলার হাবিবপুর ব্লকের মঙ্গলপুরের দুটি আসন। অন্যদিকে এদিন ভগবানপুরের অর্জুন নগর, বরোজ অঞ্চলের 25 জন বিজেপি প্রার্থীর নিরাপত্তা চেয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজভবনকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে রবীন্দ্রনাথ মাইতির চিঠিটি পেয়েছে কমিশন। পুলিশ সুপারের কাছে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুকে দেখে নয়াগ্রামে ‘চোর’ স্লোগান, তৃণমূলকে পালটা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

জেলা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। রবিবারের মধ্যে রাজ্যে এসে যাচ্ছে সম্পূর্ণ 315 কোম্পানি বাহিনী। আগামী সপ্তাহ থেকে মোতায়েন করা শুরু হয়ে যাবে এমনটাই জানা গিয়েছে। এছাড়াও বুধবার হাইকোর্টের রায়ের পরেই নড়েচড়ে বসেছে রাজ্য কমিশন। সূত্র মারফৎ আরও খবর মিলেছে, যে সমস্ত জেলার জেলাশাসকদের থেকে জেলায় কী প্রস্তুতি এখনও পর্যন্ত নেওয়া হয়েছে এবং আর কী ব্যবস্থা করা হবে সেইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

Last Updated :Jun 29, 2023, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.