ETV Bharat / state

Eden Match Tickets: 'বুক মাই শো' আধিকারিকদের জিজ্ঞাসাবাদ, বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারিতে ইডেনে বিক্ষোভ কংগ্রেসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 5:25 PM IST

Updated : Nov 3, 2023, 6:43 PM IST

World Cup ticket scam in Eden: বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারির ঘটনায় বুক মাই শোয়ের আধিকারিকদের ময়দান থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কালোবাজারির প্রতিবাদে আজ ইডেনে বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷

Eden Ticket
বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারি

টিকিট কেলেঙ্কারিতে ইডেনে বিক্ষোভ কংগ্রেসের

কলকাতা, 3 নভেম্বর: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচের আগে টিকিট নিয়ে সরগরম পরিস্থিতি । এত টিকিট কীভাবে বাইরে এল এবং তা কীভাবে কালোবাজারি হল, তা জানার জন্য ইতিমধ্যেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ । তাঁর কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে । কিন্তু তাতেও ইডেনের পরিস্থিতি শান্ত হয়নি । এ বার 'বুক মাই শো'-এর আধিকারিকদের ময়দান থানায় তলব করল কলকাতা পুলিশ । ইতিমধ্যেই ময়দান থানায় পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ময়দান থানায় উপস্থিত হয়েছেন 'বুক মাই শো'-এর বেশ কয়েকজন আধিকারিক ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ।

এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সাতজনকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে লালবাজার । ইডেনে বিশ্বকাপের টিকিট এক লহমায় কারা অনলাইন থেকে তুলে নিলেন এবং কীভাবে তার কালোবাজারি চলছে, সেই সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।
পাশাপাশি গতকালের মতো আজও সকাল থেকে ইডেন গার্ডেন্স চত্বরে টিকিট বিক্রেতাদের সঙ্গে খেলাপ্রেমী মানুষদের বাদানুবাদ চলেছে । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সে জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ ।

এ দিন সকাল থেকেই ইডেন গার্ডেন্স চত্বরে দেখা যায় ময়দান থানা এবং পার্শ্ববর্তী থানার অফিসার ইনচার্জ-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের । সাধারণ মানুষের অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যক্তি অনলাইনে টিকিট বুকিং করে সেই টিকিটের দেদার কালোবাজারি করছে । প্রায় আড়াই হাজার টাকা মূল্যের টিকিটের জন্য নেওয়া হচ্ছে 11 থেকে 15 হাজার টাকা । এই ধরনের কালোবাজারি যাতে অবিলম্বে বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা ।

আরও পড়ুন: টিকিটের কালোবাজারি ! জিজ্ঞাসাবাদের জন্য ময়দান থানায় তলব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে

গতকাল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "এই ঘটনার তদন্ত আমরা শুরু করেছি ৷ পাশাপাশি আধিকারিকদের সঙ্গে দফায় দফায় আমরা বৈঠক করছি । কীভাবে এত টিকিট বাইরে এল এবং কারা এই টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে ।"

এ দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, 'বুক মাই শো'-এর মাধ্যমে বাইরের লোক প্রচুর পরিমাণে টিকিট তুলেছেন । কীভাবে এই টিকিট বাইরে এল তা জানার চেষ্টা করা হচ্ছে এবং সে জন্যই বুক মাই শো-এর আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ।

ইডেনে টিকিট কেলেঙ্কারির প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷ এই ঘটনায় বিসিসিআই সচিব জয় শাহকে নিশানা করলেন কংগ্রেস কর্মীরা । তাঁদের নেতৃত্বে ছিলেন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা ৷
কংগ্রেসের দাবি, বিশ্বকাপ ম্যাচের পঞ্চাশ শতাংশ টিকিট জয় শাহের পকেটে গেল কী করে ? সিএবি সদস্যদের টিকিট কারা পেল ? ম্যাচের টিকিট কালোবাজারি হচ্ছে । 65 হাজার টিকিট কাদের বিতরণ করা হল, তা সিএবি সভাপতির কাছে জানতে চান কংগ্রেস কর্মীরা ৷

Last Updated :Nov 3, 2023, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.