ETV Bharat / state

Uproar in Assembly: ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর, মুলতুবি প্রস্তাবে আলোচনা চেয়ে ওয়াক আউট বিজেপির

author img

By

Published : Jul 31, 2023, 12:43 PM IST

Updated : Jul 31, 2023, 1:11 PM IST

Uproar in Assembly
Uproar in Assembly

BJP Walkout on Dengue Statement: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তুমুল হইচই বিধানসভায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি দেন ৷ তবে মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি অধ্যক্ষ মেনে না নেওয়ায় ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ৷

কলকাতা, 31 জুলাই: ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনে ডেঙ্গি নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা ৷ কিন্তু বিধানসভার অধ্যক্ষ সেই আবেদন খারিজ করে দেওয়ায় প্রশ্নোত্তর পর্বের পরবর্তী পর্যায়ে এই নিয়ে হইচই শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ তুমুল হই-হট্টগোলের মধ্যেই বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি ৷ ডেঙ্গি নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি: সোমবার বিধানসভায় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, গত তিন বছর কোভিড ছিল ৷ কোভিড থাকার ফলে দু বছর ডেঙ্গি হয়নি ৷ গত বছর থেকে আবারও ডেঙ্গির প্রাদুর্ভাব শুরু হয়েছে ৷ তবে এ বছর ট্রেন্ডটা বেশি ৷

মুখ্যমন্ত্রীর কথায়, "আম যেমন একবার ভালো হয়, একবার কম হয় ৷ ডেঙ্গিটাও আমরা লক্ষ্য করেছি, কোনও বছর বেশি হয়, আবার পরের বছর কমে ৷ আমরা ডেঙ্গির উপর জোর দিচ্ছি ৷ কিন্তু সমস্যা হচ্ছে গ্রাম বাংলায় ৷ কারণ পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি ৷ পঞ্চায়েতের বোর্ড কোনও কাজ করতে পারছে না ৷ সেই জন্য সমস্যাটা বাড়ছে ৷ যার যার নিজেদের এলাকা পরিষ্কার রাখুন ৷"

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে বেশ কয়েকটি পর্যালোচনা বৈঠক করেছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, যাবতীয় ব্যবস্থা নিচ্ছে সরকার ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে প্রচারের মাঝে পৌরকর্মীকে চড় মেয়র পারিষদ তারক সিংয়ের

ডেঙ্গির পরিসংখ্যান: এ দিন মুখ্যমন্ত্রী জানান, 26 জুলাই পর্যন্ত নিশ্চিতভাবে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চার হাজার চারশো এক ৷ পজিটিভিটি রেট 1.47 শতাংশ ৷ পরীক্ষা হয়েছে 4.3 শতাংশের ৷ সবচেয়ে বেশি ডেঙ্গি হচ্ছে নদিয়া ও উত্তর 24 পরগনায় ৷ এরপর আক্রান্তের সংখ্যা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, কলকাতায় 51 জন, হুগলিতে 45 জন, মুর্শিদাবাদে 39 জন, বসিরহাটে 38 জন, পশ্চিম বর্ধমানে 24 জন, দক্ষিণ 24 পরগনায় 21 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ তবে মৃত্যুর সংখ্যা স্পষ্ট করে জানাতে পারেননি মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, যতদূর খবর এসেছে তাতে দেখা যাচ্ছে, ডেঙ্গিচে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ৷ আর ডেঙ্গিতে আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 897 জন ৷ কোভিডের মতোই রাজ্য ডেঙ্গিকেও মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

বিজেপির ওয়াকআউট: তবে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব এনে আলোচনা করার দাবি জানায় বিজেপি ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি মেনে নেননি ৷ এরপরই হইচই শুরু করেন বিজেপি বিধায়করা ৷ তাঁরা ওয়াক আউট করেন বিধানসভা থেকে ৷ ডেঙ্গিতে মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য দাবি করেন বিজেপি বিধায়করা ৷

Last Updated :Jul 31, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.