ETV Bharat / state

Abhishek Banerjee: মমতার মধ্যে ঈশ্বরকে দেখতে পায় ওরা, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

author img

By

Published : Jan 1, 2023, 8:00 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনায়, বিজেপিকে একহাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ মমতা মধ্যে বিজেপি কর্মীরা ঈশ্বরকে দেখতে পান (BJP May See God in Mamata Banerjee) বলে মন্তব্য অভিষেকের ৷ তাই তাঁকে দেখে জয় শ্রীরাম ধ্বনি ওঠে ৷ হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনে ‘জয় শ্রীরাম’ বিতর্কে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
বিজেপিকে খোঁচা অভিষেকের

কলকাতা, 1 জানুয়ারি: হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে গিয়ে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ৷ রবিবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুধু মুখ খোলা নয়, কার্যত মুখের উপর জবাব দিলেন তিনি ৷ তৃণমূলের যুবরাজ বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়তো ঈশ্বরকে দেখতে পান বিজেপি কর্মীরা (BJP May See God in Mamata Banerjee) ৷ তাই তাঁকে দেখে জয় শ্রীরাম ধ্বনি বেরিয়ে আসে ৷" তবে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান তোলার অভিযোগে, বিজেপির কড়া সমালোচনা করেন অভিষেক ৷

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা অনুসারে, সরকারি মঞ্চে বারবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার ঘটনা লজ্জার (Abhishek Banerjee on Jai Sree Ram Slogan) ৷ তিনি বলেন, "ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2021 সালের 23 জানুয়ারি একই ঘটনা ঘটেছিল ৷ তার পুনরাবৃত্তি আমরা গত পরশুদিন দেখলাম ৷ ভুল করেও যারা শেখে না, তাদেরকে আমি কী বলতে পারি ! নির্বোধ ছাড়া তো আর কিছু বলার উপায় নেই ৷"

অভিষেক জানান, সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে ৷ ধরে নেওয়া যেতে পারে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া ৷ তিনি বলেন, "আজ পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ শোনা গিয়েছে? কোন সরকারি অনুষ্ঠানে কি দলের নামে জয়ধ্বনি করতে শুনেছেন আপনারা ৷ আপনি ভারত মাতার জয় বলুন তাতে আপত্তি নেই ৷ আপনি বন্দেমাতারাম বলুন ৷ জয় হিন্দ বা জয় বাংলাও বলুন ৷ দেশমাতৃকা বা নিজের জন্মস্থানের প্রতি যদি কারও গর্ব থাকে আপনি তাদের জয়ধ্বনি দিন না ৷ যাদের এই রাজনীতি করে মুখ থুবড়ে পড়ার পরও শিক্ষা হয়নি, তাদের রাজনৈতিকভাবে দেউলিয়া ছাড়া আর কি বা বলা যেতে পারে ।"

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

এর পরেই বিজেপিকে ব্যঙ্গ করে অভিষেক বলেন, "এই ঘটনায় আমার প্রতিবাদের ভাষা নেই ৷ যাঁরা ভাবছেন, জয় শ্রীরাম বলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়তো তাঁরা সত্যিকারের ঈশ্বর বা রামচন্দ্রকে দেখতে পান ! সেই কারণেই জয় শ্রীরাম বলছেন ৷ আমি তাঁদের ধন্যবাদ জানাই, এই শ্রদ্ধা এই সম্মান তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দেখিয়েছেন ৷"

আরও পড়ুন: 'নিউ ইয়ার গিফ্ট' ! বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কটাক্ষ কংগ্রেসের

সবশেষে বিরোধী শিবিরের উদ্দেশ্যে অভিষেক পরামর্শ, রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই করুক বিজেপি ৷ সেই সঙ্গে খোঁচা, "2021 সালে যাঁরা জয় শ্রীরাম ধ্বনিতে এক বুক আশা নিয়ে রাস্তায় নেমেছিল, তাঁদের এখন 100 টাকা দিয়ে পেট্রোল বা 95 টাকা দিয়ে ডিজেল কিনতে হয় বা বারোশো টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হয় ৷ জয় শ্রীরাম বললে এগুলির দাম কিন্তু কমে যায় না ৷" অভিষেকের পরামর্শ, মানুষের স্বার্থে রাজনীতি হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.