ETV Bharat / state

Jai Shree Ram: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

author img

By

Published : Dec 30, 2022, 4:49 PM IST

Updated : Dec 30, 2022, 7:46 PM IST

শুক্রবার হাওড়া স্টেশনে রেলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম (Jai Shree Ram) স্লোগান দেওয়া হয় ৷ এই নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক তরজা চরমে উঠেছে ৷

Mamata Banerjee
হাওড়া স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়

জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল

কলকাতা ও তারাপীঠ, 30 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের জয় শ্রীরাম ধ্বনি (Jai Shree Ram) শুনতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা-সহ রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের আগে এই ঘটনা ঘটে ৷ এই নিয়ে ঘটনাস্থলেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ পরে এই ঘটনার জন্য বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

এদিন বীরভূমের তারাপীঠে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, জয় শ্রীরাম বলার মধ্যে কোনও বিতর্ক নেই ৷ কারণ, সবাই রামের ভক্ত ৷ কিন্তু স্থান-কাল-পাত্র খেয়াল করে এই কথা বলতে হয় ৷ এই প্রসঙ্গে কুণাল 2021 সালে নেতাজি জয়ন্তীতে মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম বলার প্রসঙ্গ টেনে আনেন ৷

তাই বিজেপিকে তাঁর কটাক্ষ, ‘‘এরা জানেই না কোথায় কী বলতে হয় ৷’’ কেন এই কথা বললেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ তাঁর দাবি, শুভ যাত্রার সময় কেউ জয় শ্রীরাম বলে না ৷ দুগ্গা দুগ্গা বলতে হয় ৷ তাঁর আরও দাবি, রামের নাম তুলে এখানে বিজেপি সস্তা রাজনীতি করছে ৷ অসৌজন্যতা প্রকাশ করছে ৷ এখানেই তৃণমূলের আপত্তি ৷

একই কথা বলেছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেনও ৷ তিনি বলেন, "রাজনৈতিক সভ্যতা-শিষ্টাচার, এইগুলো বিজেপির ডিকশনারিতে নেই । একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চকে কীভাবে রাজনীতিকরণ করা হল তা আমরা দেখলাম ৷ এর নিন্দার কোনও ভাষা নেই ।"

যদিও পালটা যুক্তি সাজিয়েছে বিজেপিও ৷ শুক্রবার হাওড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর দাবি, নন্দীগ্রামে তাঁর কাছে হেরে গিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি ৷ আগামিদিনে মমতা পরাজিত হবেন ৷ তার পর ঘরে বসেই এই ধরনের অনুষ্ঠান তাঁকে দেখতে হবে ৷

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার প্রশ্ন, মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রতিক্রিয়া দেখালেন কেন ? উনি প্রতিক্রিয়া দেখালেন বলেই যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁরা বাড়তি উৎসাহ পেয়ে যান বলে রাহুলের দাবি ৷ তাঁর আরও প্রশ্ন, রামের নামে ওঁর এত বিরক্তি কিসের ? একই সঙ্গে অভিযোগ, অনুষ্ঠান বানচাল করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এই স্লোগান শুনে তিনি সুযোগ পেয়ে যান ৷

অন্যদিকে শুভেন্দু অধিকারীর সমালোচনায় সরব হয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ও নিম্নমানের কথা বলেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Last Updated : Dec 30, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.