ETV Bharat / state

Mamata Banerjee: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 30, 2022, 11:39 AM IST

Updated : Dec 30, 2022, 1:18 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি (Jai Shree Ram) দেওয়া হল হাওড়া স্টেশনে ৷ শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি

হাওড়া, 30 ডিসেম্বর: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি (Jai Shree Ram) দেওয়া হল ৷ এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন ৷ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এই ঘটনা ঘটে ৷

শুক্রবার বেলায় হাওড়া স্টেশন থেকে সূচনা হল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ৷ গুজরাতের আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ আর হাওড়া স্টেশনে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা ৷

ওই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর ৷ কিন্তু শুক্রবার ভোরে তাঁর মা হীরাবেন প্রয়াত হন (Demise of PMs Mother) ৷ তাই সকালেই আমেদাবাদে চলে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে মাকে শেষশ্রদ্ধা জানান ৷ পরে মায়ের শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন ৷ সেই কারণে তিনি কলকাতায় আসতে পারেনি ৷ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন ৷

কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিপত্তি বাঁধে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছাতেই দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন ৷ এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে শান্ত করতে এগিয়ে যান রেলমন্ত্রী ৷ সেই সময় স্টেশনেই ছিলেন রাজ্যপাল ৷ তিনিও এগিয়ে যান মুখ্যমন্ত্রীর দিকে ৷

অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখে দর্শকদের শান্ত হতে অনুরোধ করেন বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ রেলকর্তারাও শান্ত হতে বলেন দর্শকদের ৷ তার পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে স্লোগান ৷ এর জেরে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি ৷ তাঁকে মঞ্চে ওঠার জন্য রেলমন্ত্রী ও রাজ্যপাল অনুরোধ করেন ৷ তার পরও তিনি সেই অনুরোধ রাখেননি ৷ মঞ্চের পাশেই রাখা চেয়ারে বসে পড়েন ৷ পরে সেখান থেকেই তিনি ভাষণ দেন ৷

প্রসঙ্গত, বাংলায় মোদি-মমতা শেষবার এক মঞ্চে এসেছিলেন 2021-এর 23 জানুয়ারি ৷ নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তীর ওই অনুষ্ঠান হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷ ওই অনুষ্ঠানের দর্শকাসন থেকেও মমতাকে উদ্দেশ্যকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল ৷ সেবারও ক্ষুব্ধ হয়েছিলেন মমতা ৷ রাগে ভাষণও দেননি তিনি ৷

তবে এবার তাঁর ভাষণের সময় ক্ষোভের বহিঃপ্রকাশ করেননি মুখ্যমন্ত্রী ৷ বরং প্রধানমন্ত্রী মোদিকে তাঁর মায়ের প্রয়াণ নিয়ে সমবেদনা জানান ৷ রেলের যে প্রকল্পগুলি তাঁর সময়ে শুরু হয়েছিল, সেই নিয়ে কথা বলেন ৷

আরও পড়ুন: মায়ের বিকল্প নেই, কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান, মোদিকে বললেন মমতা

Last Updated : Dec 30, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.