ETV Bharat / state

Mamata condolences to PM Modi: মায়ের বিকল্প নেই, কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান, মোদিকে বললেন মমতা

author img

By

Published : Dec 30, 2022, 12:02 PM IST

Updated : Dec 30, 2022, 2:08 PM IST

শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মা ৷ তাই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শোকবার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বললেন, ‘‘মায়ের কোনও বিকল্প হয় না ৷’’

Mamata condolences to PM Modi
মোদি-মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়া, 30 ডিসেম্বর: মায়ের কোনও বিকল্প হয় না ৷ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উদ্দেশ্যে এই কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ প্রধানমন্ত্রীর মা হীরাবেনের প্রয়াণে (Demise of PMs Mother) শোকবার্তা দিতে এই কথা বলেন তিনি ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীকে মমতার পরামর্শ, ‘‘কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান ৷’’

শুক্রবার বেলায় হাওড়া স্টেশন থেকে ছাড়ল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর হাওড়া স্টেশনে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যরা ৷

ওই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর ৷ কিন্তু শুক্রবার ভোরে তাঁর মা হীরাবেন প্রয়াত হন ৷ তাই সকালেই আমেদাবাদে চলে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে মাকে শেষশ্রদ্ধা জানান ৷ পরে মায়ের শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন ৷ সেই কারণে তিনি কলকাতায় আসতে পারেনি ৷ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ভাষণ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রাখেন ৷ শুরুতেই প্রধানমন্ত্রীকে মায়ের প্রয়াণ নিয়ে সমবেদনা জানান ৷ বলেন, ‘‘আজ আপনার খুব দুঃখের দিন ৷ আপনার ব্যক্তিগত জীবনে বড় ক্ষতি হয়ে গেল ৷ ভগবান আপনাকে শক্তি দিন, যাতে আপনি আপনার কাজের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে পারেন ৷’’

তার পর এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যে যে প্রকল্পগুলি উদ্বোধন হল, সেগুলি নিয়ে কথা বলেন ৷ ভাষণের শেষে আবার মোদির মায়ের প্রসঙ্গ তোলেন মমতা ৷ আবারও প্রধানমন্ত্রীকে সমবেদনা জানাতে দেখা যায় তাঁকে ৷ তিনি বলেন, ‘‘মায়ের কোনও বিকল্প হয় না ৷ আপনার মা আমাদের মায়ের মতো ৷ আমার মায়ের কথা মনে পড়ছে ৷ ভার্চুয়ালি এসেছেন ধন্যবাদ ৷ কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান ৷’’

যদিও তার আগে মোদির মায়ের মৃত্যু নিয়ে টুইটও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই টুইটে তিনি লিখেছিলেন, মা হীরাবেন মোদির প্রয়াণে প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদির প্রতি সমবেদনা ৷ তাঁর (হীরাবেন) আত্মার শান্তি কামনা করি । এই শোকের মুহূর্তে, আমি আশা করি তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা শক্তি পাবেন ।’’

আরও পড়ুন: মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল, বঙ্গে বন্দে ভারতের সূচনায় নেতাজি স্মরণ মোদির

Last Updated :Dec 30, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.