ETV Bharat / state

Dilip Ghosh: টুইটে বিদ্ধ হয়ে তথাগতকে দল ছাড়ার ‘পরামর্শ’ দিলীপের

author img

By

Published : Nov 6, 2021, 1:05 PM IST

Updated : Nov 7, 2021, 8:10 AM IST

BJP leader Dilip Ghosh asks Tathagata Roy to quit party if he is unhappy with the leaders
দিলীপ ঘোষ

বিজেপির কেন্দ্রীয় কমিটির কার্যকারিণী সমিতির বৈঠকে যোগ দিতে শনিবার দিল্লি রওনা দিচ্ছেন দিলীপ ৷ সেখানে কেন্দ্রীয় নেতাদের কাছে তথাগতর প্রসঙ্গ তিনি তুলবেন বলে দলীয় সূত্রে খবর ৷

কলকাতা, 6 নভেম্বর : বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে ছ’মাস ৷ কিন্তু পরাজয় নিয়ে এখনও তাপ-উত্তাপ অব্যাহত বিজেপিতে ৷ সেই পরিস্থিতিতে এবার দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়কে দল ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

বিজেপির কেন্দ্রীয় কমিটির কার্যকারিণী সমিতির বৈঠকে যোগ দিতে শনিবার দিল্লি রওনা দিচ্ছেন দিলীপ ৷ সেখানে কেন্দ্রীয় নেতাদের কাছে তথাগতর প্রসঙ্গ তিনি তুলবেন বলে দলীয় সূত্রে খবর ৷ তার আগে এদিন নিউ টাউনে তথাগতর প্রসঙ্গ উঠলে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ।

তথাগতর কথা উঠতে এদিন দিলীপ বলেন, ‘‘আর কত দিন লজ্জা পাবেন ? দল ছেড়ে দিন ! যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন । এটা আমাদের দুর্ভাগ্য ।’’

তাঁর টুইটের প্রতিক্রিয়ায় তথাগত রায়কে বিজেপি ছাড়ার কথা বললেন দিলীপ ঘোষ

এই টানাপড়েনের সূত্রপাত তথাগতর একটি টুইট । সম্প্রতি টুইটারে ভোটে পরাজয়ের কারণ আলোচনা করতে গিয়ে সরাসরি দিলীপকে নিশানা করেছিলেন তথাগত । নন্দীগ্রামে আহত মমতাকে যে ভাবে বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ, তা লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি ।

  • সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ’বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে। https://t.co/dsICfWau1y

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Subrata Mukherjee : সুব্রত আর কখনও মামারবাড়ি আসবেন না, আক্ষেপ মণ্ডলগ্রামের

সুর করে যেভাবে নরেন্দ্র মোদী মমতাকে উদ্দেশ্য করে ‘দিদি-ও-দিদি’ ডাক তুলেছিলেন, তা-ও কম লজ্জার নয় বলে যুক্তি দেন এক নেট নাগরিক । জবাবে তথাগত লেখেন, ‘সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায় ৷ কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত রয়েছে ৷ বারমুডা কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল।’

শীতলখুচির ঘটনার পর নির্বাচনী প্রচারে দিলীপের মন্তব্যও টেনে আনেন তথাগত । লেখেন, ‘নীচু স্তরের মস্তানির সুরে পুঁতে দেব, শবদেহের লাইন লাগিয়ে দেব, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে ।’ এমনকি পরাজয় নিয়ে কোনও আত্মবিশ্লেষণ নেই, শুধু 3 থেকে 77-এ পৌঁছনো গিয়েছে বলেই অনেকে নিজেই নিজের পিঠ চাপড়ে দিচ্ছেন বলেও কটাক্ষ করেন তথাগত ।

  • আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন।

    নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই লাগাতার দলের রাজ্য নেতাদের আক্রমণ করে চলেছেন তথাগত । তবে সম্প্রতি দিলীপের প্রতি আক্রমণের ধার লাগাতার বাড়িয়ে চলেছেন তিনি । সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন দিলীপ । কিন্তু ওই টুইটের লেখা পড়ে দিলীপের ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন তথাগত । তাঁকে কটাক্ষও করেন । তাতেই তথাগতর উপর ফুঁসছেন দিলীপ ।

উল্লেখ্য, দিল্লির বৈঠকে দিলীপ সশরীরে হাজির থাকলেও, ভার্চুয়াল মাধ্যমে তাতে অংশ নেবেন এ রাজ্যের ছোট-বড় নেতারাও । তবে ভোটের ফলাফল নিয়ে সেখানে আলোচনা হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি । তবে একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির হবে সেখানে ।

আরও পড়ুন: Bhai Phonta Special Misti : ডাব মালাই থেকে কাজুবাবু, ভাইফোঁটা উপলক্ষ্যে চাহিদা বিশেষ মিষ্টির

বাংলায় পরাজয়ের পর রাজ্য সভাপতির পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয় দিলীপকে । কিন্তু তার পর উপনির্বাচনে জেতা আসনও হাতছাড়া হয়ে গিয়েছে বিজেপির । এমন পরিস্থিতিতে বাংলায় দলের নেতৃত্বে কোনও রদবদলের সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে দিলীপ বলেন, ‘‘যথাসময়েই পরিবর্তন হবে । আলোচনা চলছে ।’’ সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে, রাজীবকে গুরুত্বই দিতে চাননি দিলীপ । বরং কেন্দ্র উৎপাদন শুল্ক কমিয়ে দিলেও, রাজ্য কেন কর কমাচ্ছে না, আপাতত তা নিয়ে প্রতিবাদই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন দিলীপ ।

Last Updated :Nov 7, 2021, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.