ETV Bharat / state

Nabanna Issues DA Notification: বাজেটের দিন ঘোষণার পর ডিএ দিতে বিজ্ঞপ্তি জারি নবান্নের

author img

By

Published : Feb 25, 2023, 12:33 PM IST

Nabanna Issues DA Notification
Nabanna Issues DA Notification

গত 15 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট (Bengal Budget 2023) পেশের পর রাজ্য সরকারি কর্মচারীদের 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এবার রাজ্যের তরফে সেই ডিএ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হল ৷

কলকাতা, 25 ফেব্রুয়ারি: বাজেটে ডিএ (Dearness Allowance) ঘোষণার পর এবার বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার । 3 শতাংশ ডিএ-র পাশাপাশি মিলবে আরও তিন । শুক্রবার এমন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna Issues Notification on DA) । 2021 সালের জানুয়ারিতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ-এ ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার । তার সঙ্গে এবারের বাজেটের দিন চিরকুট পড়ে আরও 3 শতাংশ ডিএর (DA) ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এই দুই ঘোষণা যোগ করেই এবার ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা ।

অতএব মার্চ মাসের 1 তারিখ থেকে ডিএ মোট 6 শতাংশ বাড়ল তাঁদের ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ডিএ-র আওতায় রয়েছেন সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পৌরসভা, পৌরনিগম ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ।

তবে এই ঘোষণার পরেও আন্দোলন জারি রাখছে সংগ্রামী যৌথ মঞ্চ (DA Protest) । বকেয়া ডিএ মেটানোর দাবিতে তাঁদের ধরনা এখনও জারি থাকছে । কারণ, এই সব দেখিয়ে 'ভুল ধারণা দেওয়া হচ্ছে' বলে মত তাঁদের । ফলে আগামী 10 তারিখ যে ধর্মঘটের কথা তাঁরা বলেছেন, সেই মতোই আন্দোলন চলবে ।

Nabanna Issues DA Notification
ডিএ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি

অন্যদিকে গত 20 ও 21 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা । সেই মতো একাধিক সরকারি দফতরে পালিত হয় কর্মসূচি । নবান্নের পক্ষে থেকে সকল কর্মীকে এদিনের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল । সেই নির্দেশ মেনে বহুকর্মী অফিসে এসে কর্মবিরতি দেখান । সংগ্রামী যৌথ মঞ্চের বহু আন্দোলনকারী অনশন করে ধরনায় রয়েছেন । তাঁদের মধ্যে বহুজন অসুস্থও হয়ে পড়েন । এমনকি এই আন্দোলনে সামিল হতে প্রায় 50 জন শিক্ষক তৃণমূল শিক্ষা সেল থেকে বেরিয়ে এসেছেন ।

অন্যদিকে এই ডিএ আন্দোলন ক্রমেই বাড়ছে রাজনৈতিক বিরোধ । সম্প্রতি তৃণমূল (Trinamool Congress) বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর কথা ঘিরে বেড়েছে বিতর্ক । শুক্রবার তিনি দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জেরেই সমপরিমাণ ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা । এই আন্দোলনের বিষয়ে তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মচারীরা ৷ তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে কেন ভাতা পাবেন না ?''

আরও পড়ুন: 3% ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের; আর্থিক সংকটেও মিলছে সুযোগ, বললেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.