ETV Bharat / state

কার পার্কিং সমস্যা সমাধানে করা যাবে FIR, বৈঠকে সিদ্ধান্ত পৌরনিগমের

author img

By

Published : Jul 18, 2019, 11:05 PM IST

বেআইনি কার পার্কিং নিয়ে সমস্যায় থানায় দায়ের করা যাবে FIR । আজ পৌরনিগমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে ।

কার পার্কিং

কলকাতা, 18 জুলাই : বেআইনি কার পার্কিং হোক বা পার্কিং সংস্থার কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ । এবার থেকে তা নিয়ে FIR করা যাবে সংশ্লিষ্ট থানায় । আজ মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে পৌরনিগম আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

সম্প্রতি শুরু হয়েছে 'টক টু মেয়র' পরিষেবা । এক ঘণ্টার এই পরিষেবাতে শহরবাসী ফোনের মাধ্যমে সরাসরি অভাব-অভিযোগ জানান মেয়র ফিরহাদ হাকিমের কাছে । এই পরিষেবাতেই বহু মানুষ বেআইনি পার্কিং ও পার্কিং সংস্থার কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানান মেয়রের কাছে । এবার সেই অভিযোগের ভিত্তিতেই কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম । আজ কলকাতা পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র পারিষদ দেবাশিস কুমার । এই বৈঠকে ছিলেন DC ট্র্যাফিকের সঙ্গে যুক্ত সংস্থাগুলির প্রতিনিধিরাও ।

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই ধরনের কোনও অভিযোগ থাকলে প্রথমে তা নিয়ে সংশ্লিষ্ট থানায় FIR করতে হবে । পাশাপাশি FIR-এর কপি নিয়ে গিয়ে পৌরনিগমের কাছে আবেদন করতে হবে । তারপর পুলিশ তদন্তে যদি অভিযোগের সত্যতা খুঁজে পায় তবে করা হবে উপযুক্ত পদক্ষেপ । একইসঙ্গে শহরের কমার্শিয়াল জায়গায় যে পার্কিং লটগুলি রয়েছে সেখানেও CCTV ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে ।

মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "প্রথমে ধর্মতলা, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, বড় বাজারের মতো বাণিজ্যিক এলাকাগুলিতে ক্যামেরা বসানো শুরু হবে । পার্কিং লটের কর্মীরা যদি টাকা দাবি করে বা কোনওরকম তোলাবাজির চেষ্টা করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"

Intro:সম্প্রতি কলকাতার পুরো নিগমের শুরু হয়েছে প্রতি বুধবার টক টু মেয়র পরিষেবা। এক ঘণ্টার এই পরিষেবাতে শহরবাসী ফোনের মাধ্যমে সরাসরি তাদের অভাব অভিযোগ জানাতে পারেন মেয়র ফিরহাদ হাকিম এর কাছে। ইতিমধ্যেই বহু শহরবাসী মেয়রের কাছে ফোন এ অভিযোগ জানিয়েছেন বিভিন্ন বিষয়ে। বেআইনি বাড়ি নিকাশি ব্যবস্থা থেকে কর উঠে এসেছে এই অভিযোগগুলোর মধ্যে। বহু মানুষ মেয়রকে ফোনে বেআইনি পার্কিং এবং পার্কিং লটের কর্মরত কর্মীরা খেয়াল খুশি মতো টাকা দাবি করে। কর্মরত কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়েছেন বহু নাগরিক টক টু মেয়র পরিষেবার মাধ্যমে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুর নিগম।


Body:এরপরই বৃহস্পতিবার ডিসি ট্রাফিক এর সঙ্গে যুক্ত সংস্থাগুলি প্রতিনিধিদের নিয়ে কলকাতা পৌর নিগমের আধিকারিকদের বৈঠক করেন পারিষদ দেবাশীষ কুমার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোন ব্যক্তি বেআইনি পার্কিং অথবা পার্কিং সংস্থার কর্মীদের তোলাবাজি বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট থানায় প্রথমে fir করতে হবে। এবং এফ আই আর এর কপি নিয়ে পুর নিগমের আবেদন করতে হবে। পুলিশের তরফে তদন্ত করে দেখা হবে অভিযোগ সত্য কিনা এবং তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শহরের কমার্শিয়াল অঞ্চলগুলিতে যে পার্কিং লট রয়েছে সেখানে বসানো হবে সিসি টিভি ক্যামেরা। পরবর্তী সময় শহরের অন্যান্য পার্কিং লট গুলিতে সিসিটিভি ক্যামেরা বসবে।


Conclusion:মেয়ার পারিষদ দেবাশীষ কুমার জানিয়েছেন প্রথম পর্যায়ে ধর্মতলা ক্যামাক স্ট্রীট পাক স্ট্রীট বড় বাজারের মত বাণিজ্যিক এলাকা গুলোতে ক্যামেরা বসানো শুরু হবে। পার্কিং লটের কর্মীরা যদি যথেচ্ছভাবে টাকা দাবি করে বা কোনরকম তোলা তোলার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে সঙ্গেই ক্যামেরায় ছবির মাধ্যমে তাকে চিহ্নিত করা যাবে। পার্কিং লটের কর্মীরা তোলাবাজি করলে তাদের বিরুদ্ধে তোলাবাজির মামলা পর্যন্ত দেয়া হতে পারে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.