ETV Bharat / state

Police Surveillance in Raj Bhavan: রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ, চড়ছে উত্তাপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:25 PM IST

Updated : Sep 28, 2023, 1:39 PM IST

Police surveillance in Raj Bhavan: রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত ক্রমে চওড়া হওয়ার সঙ্গে সঙ্গে এ বার উঠল গুরুতর অভিযোগ ৷ রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ উঠেছে ৷

Allegation of police surveillance in Raj Bhavan
রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ

কলকাতা, 28 সেপ্টেম্বর: আবার সাংঘাতিক অভিযোগ উঠল । সূত্রের মারফৎ জানা গিয়েছে, রাজভবনে পুলিশি সার্ভিলিয়েন্সের অভিযোগ উঠেছে । এ বিষয়ে বিজেপির বক্তব্য, পুলিশ রাজ্য সরকারের কথায় চলছে ৷ আর রাজ্য সরকারের লড়াই এখন রাজ্যপালের বিরুদ্ধে ৷ সেই কারণেই পুলিশ রাজ্যপালের উপর নজরদারি চালাচ্ছে ৷ তবে এই অভিযোগের বিষয়ে রাজভবন, রাজ্য সরকার ও পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পেশ করা হয়নি ৷

এ বিষয়ে বিজেপি নেতা তথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে এবং সর্বোপরি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । রাজ্য সরকার সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে । যেখানে রাজ্যপাল সম্পর্কে রাজ্যের একজন মন্ত্রী বলেন ভ্যাম্পায়ার সাদা হাতি, সেখানে রাজ্যপালের উপর নজরদারি কোনও অস্বাভাবিক কিছু নয় ।"

তাঁর আরও আরও অভিযোগ, পুলিশের কাজই এখন হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি চাপা দেওয়া ও বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানো ৷ ফলে স্বাভাবিকভাবেই তারা রাজ্যপালের বিরুদ্ধে নজরদারি করবে এটাই স্বাভাবিক ৷ কারণ তাদের লড়াই রাজ্যপালের বিরুদ্ধে ৷ শমীক ভট্টাচার্যের কথায়, এ ব্যাপারে রাজ্যপাল যদি তাঁর মতো ব্যবস্থা নিয়ে থাকেন, সেটা রাজ্যপালের বিষয় ৷

বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে আসার পর বারবার এ ধরনের অভিযোগ সূত্র মারফত প্রকাশ্যে আসছে । কখনও তাঁর সচিবালয়ে নজরদারির অভিযোগ, আবার এ বার অভিযোগ তাঁর গতিবিধির উপর নজর রাখতে পুলিশি নজরদারির - সবটা নিয়ে পরিস্থিতি বেশ জটিল ।

এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজভবনের বক্তব্য জানার চেষ্টা করেছে ইটিভি ভারত ৷ যদিও এ বিষয়ে রাজভবনের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি । এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্ব সামলানো বিশেষ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়। তিনিও এ বিষয়ে কোনও জবাব ইটিভি ভারতকে দেননি । রাজ্য প্রশাসনের তরফেও এই নিয়ে কোনও জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

আরও পড়ুন: সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন সাংবিধানিক প্রধান! কী বলছে সংবিধান ও অন্যান্যরা

যেহেতু রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ উঠেছে, তাই এই নিয়ে পুলিশকর্তাদের সঙ্গেও কথা বলে ইটিভি ভারত । পুলিশের তরফ থেকে এক শীর্ষ আধিকারিক আমাদের জানিয়েছেন, এ দিন সকাল পর্যন্ত কোনও পক্ষ থেকেই রাজভবনে নজরদারির কোনও অভিযোগ এখনও পুলিশের কাছে আসেনি । ফলে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় ।

অতীতে প্রশাসনিক স্তরে সচিবদের মাধ্যমে রাজভবনে নজরদারির অভিযোগ উঠেছিল । সে সময় রাজ্যপালের ব্যক্তিগত সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছিল । এরপর প্রেস সচিবের ক্ষেত্রেও এমন অভিযোগ শোনা যাচ্ছিল । এ বার অভিযোগ আরও গুরুতর । পুলিশের মাধ্যমে রাজ্যপালের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, রাজভবনের একটা সূত্র থেকে এমনটাই অভিযোগ উঠেছে । যদিও এই নিয়ে সরাসরি রাজভবন এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ সরকার বা পুলিশ কোনও পক্ষের কাছেই করেনি । তবে রাজভবনের একটা সূত্র থেকে এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে ।

প্রসঙ্গত, রাজভবনের নিরাপত্তার দায়িত্বে বরাবরই থাকে রাজ্য পুলিশ । এবং রাজ্যপালের সচিবালয় পরিচালনার জন্য রাজ্যের আমলাদের একটা অংশকে দায়িত্ব দেওয়া হয় । কিন্তু অতীতে সরকার এবং রাজভবনের মধ্যে সংঘাত বারংবার দেখা গেলেও, এভাবে কখনও সচিব পর্যায়ে কখনও পুলিশের মাধ্যমে নজরদারির অভিযোগ ওঠেনি । যা বর্তমান রাজ্যপালের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ । এমনকি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সময়কালে, তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব সামলানো এক আধিকারিকের কাজে তিনি এতটাই সন্তুষ্ট ছিলেন যে, পরবর্তীতে তাঁকে দিল্লি নিয়ে যেতে চেয়েছিলেন ।

Last Updated :Sep 28, 2023, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.