ETV Bharat / state

Panchayat Elections 2023: নির্বাচনের দফা বাড়ানোর দাবিতে এবার হাইকোর্টের দ্বারে অধীর

author img

By

Published : Jul 3, 2023, 12:21 PM IST

এক দফার বদলে নির্বাচনের দফা আরও বাড়ানোর দাবিতে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

কলকাতা, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । নির্বাচনের দফা বাড়ানোর আবেদন জানিয়ে সোমবার তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে । অধীর চৌধুরীর আশংকা, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার নির্বাচনে অশান্তির সৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে ৷

মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী দলের কর্মীরা আহত হচ্ছেন ৷ সেই ক্ষেত্রে বাড়ানো হোক পঞ্চায়েত নির্বাচনের দফা । এই আবেদন জানিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অধীর চৌধুরীর আইনজীবী । তিনি এই মামলার দ্রুত শুনানিরও আবেদন জানিয়েছেন বিচারপতির কাছে ৷ আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, এর আগে এই একই দাবি জানিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ তিনিও পঞ্চায়েত নির্বাচন এক দফায় না করে আরও কয়েকটি দফা বাড়ানোর আবেদন জানিয়েছেন । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চে আজই সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন: 24 জুন মনোনয়ন জমা পড়ার অভিযোগ, ভিডিও ফুটেজ তলব হাইকোর্টের

এ দিকে, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এ দিন সংগ্রামী যৌথ মঞ্চ দাবি করেছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরছে । হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না । তাই প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় আদালতের কাছে ৷ প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ।

তবে এই মামলার দৃষ্টি আকর্ষণের সময় এ দিন প্রধান বিচারপতি বলেন, "আমরা কি শুধু সারাদিন ধরে পঞ্চায়েতের মামলাই শুনব ? কয়েকজন আইনজীবী, আইনজীবী কিশোর দত্ত, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল - শুধু এঁদের সওয়ালই শুনব ? আর বাকি আইনজীবীদের মামলা শুনব না ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.