ETV Bharat / state

ABVP Rally on JU Student Death: যাদবপুর ইস্যুতে এবিভিপি'র মিছিল, গোলপার্কে উত্তেজনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 9:11 PM IST

যাদবপুর ইস্যুতে শুক্রবার একটি মিছিলের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সেই মিছিলকে কেন্দ্র করে এদিন সাময়িক উত্তেজনা ছড়ায় গোলপার্কে ৷ পুলিশ এবিভিপি এর বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করেছে ৷

ETV Bharat
যাদবপুর ইস্যুতে এবিভিপি'র মিছিল

যাদবপুর ইস্যুতে এবিভিপি'র মিছিল

কলকাতা, 25 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেইন হস্টেলে এক নাবালক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দুপুরে একদিকে যেমন পথে নামে বিজেপির যুব মোর্চা অন্যদিকে, এই একই ইস্যুতে এদিন পথে নামে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সংগঠনটির তরফে যাদবপুরকাণ্ডকে সামনে রেখে গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল এবিভিপি-এর ৷ তবে অনুমতি না-থাকায় এদিন মাঝপথেই পুলিশ আটকে দেয় এবিভিপি-এর মিছিল ৷ আটকও করা হয় সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে ৷ এর জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্লা এবং রাষ্ট্রীয় সম্পাদক বিরাজ বিশ্বাস । যাদবপুর বাঁচাও অভিযান এই স্লোগানকে সামনে রেখেই এদিন এই কর্মসূচি নেয় এবিভিপি ৷ এদিন বেলা 1 টা'র সময় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে জমায়েত করতে শুরু করেন সংগঠনটির সদস্যরা ৷ তবে পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হলে সংগঠকরা জমায়েতস্থল পরিবর্তন করেন । তাই মিছিল শুরু হয় বেলা 2 টো নাগাদ ।

তবে মিছিল শুরুর কিছু পরেই পুলিশ বাধা দিলে দু'পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় ৷ একাধিক কর্মীকে আটক করে পুলিশ । এবিভিপি এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের কর্মী-সমর্থকদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং প্রায় শতাধিক জনকে গ্রেফতার করেছে । টেনেহিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলা হয় ৷

আরও পড়ুন: যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর সুবিচারের দাবিতে পথে বিজেপি যুব মোর্চা

সংগঠনটির রাষ্ট্রীয় সম্পাদক অঙ্কিতা পাওয়ার বলেন,"যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনাটি অত্যন্ত জঘন্য অপরাধ । আমাদের ক্যাম্পাসগুলি ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ হওয়া উচিত, অপরাধীদের আস্তানা করা উচিত নয় । আজ, যখন আমাদের সমর্থকরা ছাত্রটিরর‌ মৃত্যুর বিচারের দাবি করছিল, তখন পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত বর্বর আচরণ করেছে । ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। সমালোচনাকারীদের গ্রেফতার এবং নির্যাতন করতে ব্যস্ত এই পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.